Advertisment

PM Modi On Ebrahim Raisi's death: দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে রাইসির অবদান ভোলার নয়, ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে শোকপ্রকাশ মোদীর

ইব্রাহিম রাইসি সহ বিমানে থাকা সকলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেই খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
Prime Minister Narendra Modi,Iran president Ebrahim Raisi's death,Iran's foreign minister,Narendra Modi news,Ebrahim Raisi death,Iran President death

কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী টুইট করেছেন, 'ইরানের প্রেসিডেন্ট ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাঁর অবদান সর্বদা স্মরণীয় থাকবে। তার পরিবার এবং ইরানের জনগণের প্রতি আমার সমবেদনা। এই দুঃসময়ে ইরানের পাশে রয়েছে ভারত'।

Advertisment

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে পাকিস্তানও। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, 'রাষ্ট্রপতি ও বিদেশমন্ত্রীর মৃত্যুর পর মন্ত্রিসভা জরুরি বৈঠক ডেকেছে।' কপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গোটা দেশ শোকে বিহ্বল। ইব্রাহিম রাইসিসহ বিমানে থাকা সকলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেই খবর।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে হামাস ও হিজবুল্লাহ। হামাস প্যালেস্তাইনিদের প্রতি তার সমর্থনের প্রশংসা করেছে এবং হিজবুল্লাহ রাইসিকে 'প্রতিরোধ আন্দোলনের রক্ষক' বলে অভিহিত করেছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে দিল্লিতে ইরানের দূতাবাস পতাকা অর্ধনমিত করা হয়েছে।

Iran
Advertisment