Advertisment

একদিনে আক্রান্ত ১ লক্ষ ২৫ হাজার, রেকর্ড আবহে কোভিডের দ্বিতীয় ডোজ নিলেন মোদী

" 'আজ এইমসে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাস হারানোর যে হাতেগোনা কয়েকটি উপায় আছে, তার অন্যতম হল টিকাকরণ।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বুধবারে দেশে ফের রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ২৬ হাজার জন করোনা আক্রান্ত হয়েছে। সেই আবহে টিকা নিয়ে ভ্যাকসিনকে রোখার কথা জানান তিনি। বৃহস্পতিবার সকালে করোনাভাইরাস টিকার (কোভ্যাক্সিন) দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisment

ভারতে যে হারে বেড়ে চলেছে কোভিড-১৯ ভ্যাকসিন। একটি টুইটবার্তায় মোদী বলেন, 'আজ এইমসে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাস হারানোর যে হাতেগোনা কয়েকটি উপায় আছে, তার অন্যতম হল টিকাকরণ। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে ডোজ নিন। কো-উইনে রেজিস্ট্রার করে নিন।'

দেশে একম মোট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৫ হাজার ২১। এদিকে দেশের যাবতীয় চিন্তা বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের করোনা আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৯০৭ জন। মোট আক্রান্তের নিরিখে এরপরই রয়েছে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মতো দক্ষিণী রাজ্যগুলি।

গত ২৪ ঘণ্টায় ছত্তিশগড়ে করোনা আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩১০ জন। কর্ণাটকে করোনা আক্রান্ত ৬ হাজার ৯৭৬ জন। উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত ৬ হাজার ২৩ জন। দিল্লিতে করোনা আক্রান্ত ৫ হাজার ৫০৬ জন। মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত ৪ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন দু'হাজার ৩৯০ জন। ৮ জনের মৃত্যু হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi narendra modi Vaccine
Advertisment