প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ২৫ ডিসেম্বর (বড়দিন) উপলক্ষে মন কি বাত কর্মসূচির মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। এটিই মোদীর চলতি বছরের শেষ মন কি বাত অনুষ্ঠান। প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছেন, “২০২২ সালের শেষ মন কি বাত এই মাসের ২৫ তারিখে অনুষ্ঠিত হবে। আমি এই অনুষ্ঠানে আপনাদের চিন্তা-ভাবনা শোনার জন্য উন্মুখ হয়ে রয়েছি।
তিনি টুইটে দেশবাসীকে আরও বলেছেন যে নমো অ্যাপ, MyGov অ্যাপ এবং 1800-11-7800 নম্বরে আপনার বার্তা রেকর্ড করার জন্য অনুরোধ করছি”। মন কি বাত অনুষ্ঠানটি আজ ২৫ ডিসেম্বর সকাল ১১ টায় সম্প্রচারিত হবে।
করোনা নিয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী মোদী
খবরে বলা হয়েছে, আজকের এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী দেশবাসীর সঙ্গেও করোনা পরিস্থিতি নিয়ে তার গুরুত্বপূর্ণ মতামত ভাগ করে নিতে পারেন। পাশাপাশি করোনা সম্পর্কে সতর্ক থাকতে দেশবাসীকে পরামর্শ দিতে পারেন। প্রধানমন্ত্রী জনগণকে এই আহ্বান জানাতে পারেন যে করোনা এখনও শেষ হয়নি। মাস্ক পরা থেকে সামাজিক দূরত্ব, যাবতীয় কোভিড বিধি মেনে চলার জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে আবেদনও করতে পারেন।