/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/modi-1-1.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আজ সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে টুইটে এই ঘোষণা করা হয়। করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আজ। মনে করা হচ্ছে এদিন ভাষণে লকডাউন বৃদ্ধির বিষয়ে ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।
Prime Minister @narendramodi will address the nation at 10 AM on 14th April 2020.
— PMO India (@PMOIndia) April 13, 2020
ইতিমধ্যেই লকডাউন আরও দু'সপ্তাহ বাড়ানোর ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রীর কথায়। গত শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর ভিডিও বৈঠকেও কেন্দ্র-রাজ্যগুলি একযোগে লকডাউন বৃদ্ধির পক্ষেই সওয়াল করেছিল। অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধায, ইয়েদুরাপ্পা জানিয়েছেন লকডাউনের মেয়াদ বাড়বে। তবে, বর্ধিত লকডাউনের গাইডলাই সমন্ধে এখনও নীরব কেন্দ্র। মনে করা হচ্ছে একটু পরেই আনুষ্ঠানিকভা তা জানাবেন মোদী।
আরও পড়ুন- কোন কৌশলে লকডাউন শিথিল? পথ খুঁজছে কেন্দ্র
বৈঠকে কেন্দ্রের কাছে বর্ধিত লকডাউনে কৃষি, শিল্পের বেশ কিছু ক্ষেত্রকে ছাড় দেওয়ার আর্জি জানিয়েছে রাজ্যগুলো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান সচল রাখতে সেই ছাড়ে সহমত মোদী সরকার। তবে, কোন কৌশলে সেই ছাড় দেওয়া হবে? করোনা মুক্ত এলাকায় লকডাউন শিথিল হলে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা কতটা? গাইড লাইনে কি কি রাখা হবে? গত দু'দিন ধরে তা পর্যালোচনা করেছে কেন্দ্র।
আরও পড়ুন- অল্প শ্রমিক নিয়েই শুরু হোক উৎপাদন, স্বরাষ্ট্রমন্ত্রককে অনুরোধ শিল্পমহলের
করোনা নিয়ে এর আগে দু'বার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথমবার 'জনতা কার্ফু' ও দ্বিতীয়বার দেশব্যাপী ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছিলেন তিনি। মাঝে ভিডিও বার্তায় পারস্পারিক সংহতির প্রকাশ হিসাবে প্রদীপ প্রজ্জ্বলনের আবেদন জানিয়েছিলেন। আজ ফের জাতির উদ্দেশে বক্তব্য পেশে লকডাউনের মেয়াদ বৃদ্ধি ছাড়াও আর কী কী বিষয় উঠে আসে তা ঘিরেই কৌতুহল দানা বাঁধছে।
এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯,৩৫২। মৃত্যু হয়েছে ৩২৪ জনের। ভাইরাস রোধে আগামী দু'সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যাপকহারে করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। তবে, এখনও পর্যন্ত ভারতে করোনাভাইরাসের গোষ্ঠীসংক্রমণ হয়নি বলেই জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন