Advertisment

ইউটিউবেও জনপ্রিয়তায় বাজিমাত মোদীর, চ্যানেলের সাবস্ক্রাইবার ১ কোটি ছাড়াল

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় মোদি বিশ্বের প্রথম সারির বহু রাষ্ট্রনেতাকেই বলে বলে গোল দিতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
https://indianexpress.com/article/cities/pune/operation-ganga-indian-students-ukraine-evacuation-pm-modi-7803661/

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতীতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে তাঁর ফলোয়ারের সংখ্যা রীতিমতো তাক লাগিয়েছে নেটিজেনদের। টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৭ কোটি ৫৩ লক্ষ। ফেসবুকে সংখ্যাটা ৪ কোটি ৬৮ লক্ষ। এবার ইউটিউবেও সাফল্য এল। মঙ্গলবারই ১ কোটি অতিক্রম করল প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। সার্চ ইঞ্জিন গুগলের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের অনেকেরই চ্যানেল রয়েছে ইউটিউবে। সেখানে এক কোটিরও বেশি গ্রাহক সংখ্যা! যা ফের সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদির আকাশছোঁয়া জনপ্রিয়তার প্রমাণ দিল।

Advertisment

পরিসংখ্যান বলছে, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় মোদি বিশ্বের প্রথম সারির বহু রাষ্ট্রনেতাকেই বলে বলে গোল দিতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও ইউটিউব চ্যানেল আছে। কিন্তু, তার সাবস্ক্রাইবারের সংখ্যা মাত্র সাত লক্ষ। আর বিশ্বের যাবতীয় রাজনীতির অন্যতম কেন্দ্রস্থল হোয়াইট হাউস? তার ইউটিউব সাবস্ক্রাইবার মাত্র ১৯ লক্ষ। যা নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনাতেই আসে না। বিশ্বের সেরাদেরই যখন এই হাল, তখন ভারতীয় রাজনীতিবিদরা যে মোদীর সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা থেকে পিছিয়ে থাকবেন তা সহজেই অনুমান করা যায়। তবে সেই পিছিয়ে থাকা নেতাদের চেয়ে সামান্য হলেও এগিয়ে আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর ইউটিউব সাবস্ক্রাইবার ৫ লক্ষ ২৫ হাজার।

প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই অবশ্য ডিজিটাল মিডিয়ায় রীতিমতো সড়গড় নরেন্দ্র মোদী। ২০০৭-এর অক্টোবর। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী। সেই সময়ই তিনি 'নরেন্দ্র মোদী' নামে ইউটিউব চ্যানেল খুলে ফেলেছিলেন। সময় এগিয়েছে। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু, ইউটিউব চ্যানেলকে ভোলেননি মোদী। নিজের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও সেখানে আপলোড করেছেন। তা সে অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারই হোক। কিংবা বলিউডের হু'জ হু-দের সঙ্গে তার আলাপচারিতা। এমনকী, সাম্প্রতিক অতিমারি করোনা রুখতে বার্তাও তাঁর ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাতে যে জনপ্রিয়তা বেড়েছে বই কমেনি, মঙ্গলবার যেন তারই প্রমাণ মিলল নতুন করে।

আরও পড়ুন Budget 2022 Live Updates: এই বছরই দেশজুড়ে 5G পরিষেবা, ঘোষণা অর্থমন্ত্রীর

ইউটিউবে এই চ্যানেলটি তাঁর ব্যক্তিগত। পিএমও ইন্ডিয়া নামে প্রধানমন্ত্রীর দপ্তরেরও চ্যানেল আছে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। যেখানে বিভিন্ন সরকারি বার্তা, জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ প্রকাশ করা হয়। বলাবাহুল‍্য, সেই চ্যানেলের জনপ্রিয়তাও রীতিমতো তুঙ্গে।

YouTube PM Narendra Modi
Advertisment