scorecardresearch

গোপন সত্যিটা ফাঁস করে দিলেন ঋষি, বর্ষবরণের আনন্দের মধ্যেই ব্রিটেনে বিষাদের সুর

মে মাসে চার্লসের রাজ্যাভিষেক।

rishi-sunak-1

ব্রিটেনের সমস্যা আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালেও মিটবে না। নতুন বছরের বার্তায় ব্রিটেনবাসীকে এমনটাই সতর্কবাণী শোনালেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বার্তায় তিনি জানিয়েছেন, ইউক্রেনে বর্বরোচিত হামলা আগামী দিনের বড় প্রতিকূলতাগুলোর একটি। সুনক জানান, ২০২২ সালে ব্রিটেন কঠিন ১২টি মাস কাটিয়েছে। অক্টোবরের শেষদিকে ৪২ বছরের সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। সেই সময় শাসক কনজারভেটিভ পার্টির ভয়ানক বিপদ চলছিল।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব কাঁধে নিয়েই সুনাক জানিয়েছিলেন যে ব্রিটেনকে এই সমস্ত সমস্যা থেকে উদ্ধার করতে তিনি নিরন্তর চেষ্টা চালাবেন। প্রধানমন্ত্রী হিসেবে নতুন বছরের স্বাগত ভাষণে সুনাক সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। একইসঙ্গে তিনি বলেন, ‘আমি বলছি না যে নতুন বছরে সব সমস্যা মিটে যাবে। কিন্তু, ২০২৩ সালে আমরা আন্তর্জাতিক দুনিয়ার মঞ্চে ব্রিটেনের জন্য সেরাটা উপহার দিতে পারি। যেখানেই স্বাধীনতা এবং গণতন্ত্র নষ্টের আশঙ্কা থাকবে, সেখানেই আমরা সেসব রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ব।’

এক ভিডিওবার্তায় সুনাক বলেন, ‘যেইমাত্র আমরা অভূতপূর্ব আন্তর্জাতিক অতিমারি কাটিয়ে উঠলাম, ইউক্রেনে রাশিয়া এক বর্বরোচিত এবং বেআইনি হামলা শুরু করে দিল। এটা গোটা বিশ্বজুড়ে এক গভীর আর্থিক প্রভাব ফেলেছে। যা থেকে ব্রিটেনও রক্ষা পায়নি। আমি জানি যে আপনারা অনেকে নিজের বাড়িতেও সেই সমস্যা ভোগ করছেন। আর, সেই কারণেই সরকার ঋণ এবং ধার নিয়ন্ত্রণ করতে কঠিন এবং স্বচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। আর, এই সিদ্ধান্ত নিতে পারার জন্যই আমরা শক্তি বিলের ক্রমবর্ধমান ব্যয় সামলেও দুর্বল শ্রেণিকে সাহায্য করতে পারছি।’

আরও পড়ুন- কেন আমরা সবাই ১ জানুয়ারি নতুন বছর উদযাপন করি?

তাঁর নববর্ষের বার্তায় সুনাক প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী দিনগুলোয় ব্রিটেন তার সেরাটা তুলে ধরবে। একইসঙ্গে জানিয়েছেন যে তাঁর নেতৃত্বাধীন সরকার ইউক্রেনের প্রতি সমর্থন বহাল রাখবে। একইসঙ্গে সুনাক জানান যে ৬ মে রাজা তৃতীয় চার্লসের রাজ্যভিষেক হবে। সেই রাজ্যাভিষেক উপলক্ষে ব্রিটেন তার একতার প্রদর্শন করবে।

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Pm rishi sunak warns in new year message that uks problems won not go away