বিরোধী জোট ইণ্ডিয়া "সনাতন ধর্মকে শেষ করতে চায়": ডিএমকে নেতার মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর আক্রমণ। বিরোধী ভারত জোটের উপর তীব্র আক্রমণে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিরোধী জোট সনাতন ধর্মকে শেষ করে দেশকে হাজার বছরের জন্য দাসত্বের দিকে ঠেলে দিতে চায়।
মধ্যপ্রদেশে এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী মোদী এই বিবৃতি দেন। সনাতন ধর্মের বিষয়ে ডিএমকে নেতা উদয়নিধি স্টালিনের মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যে এটিই মোদীর প্রথম প্রতিক্রিয়া।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদদী বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ৫০, ৭০০ কোটি টাকারও বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সময়, প্রধানমন্ত্রী মোদী সনাতন ধর্ম বিতর্ক নিয়ে বিরোধী জোট I.N.D.I.A-কে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন যে বিরোধী জোট I.N.D.I.A সনাতন ধর্মকে ভেঙে দিতে চায়। দুর্নীতি দমন এবং দেশের উন্নয়ন সহ ভারতে সফল G20 সম্মেলনের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। G20 এর সাফল্য প্রসঙ্গে মোদী বলেন, এটা ১৪০ কোটি ভারতীয়দের সাফল্য।
প্রধানমন্ত্রী মোদী বলেন, 'উন্নয়নের জন্য দুর্নীতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। গরিবদের স্বপ্ন পূরণ করতে হবে। মধ্যপ্রদেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছবে। এর পাশাপাশি I.N.D.I.A জোটকে অহংকারী বলেও কটাক্ষ করেছেন মোদী। মোদী এদিন বলেন, কিছু মানুষ দেশের সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ‘এই অহংকারী জোটের উদ্দেশ্য হল হাজার হাজার বছর ধরে ভারতকে ধারণা, মূল্যবোধ ও ঐতিহ্যকে ধ্বংস করা’।