Advertisment

PNB fraud case: প্রাণভয়ে দেশে ফিরছেন না, জানালেন মেহুল চোকসি

দেশে একের পর এক গণপিটুনিতে হত্যার ঘটনাকে মনে করিয়ে দিয়ে মেহুল জানিয়েছেন যে, তাঁর প্রাণ ভয় রয়েছে, তাই তিনি দেশে ফিরছেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
Mehul Choksi , মেহুল চোকসি

ফাইল ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রতারণার ঘটনায় এবার রা কাড়লেন নীরব মোদির মামা মেহুল চোকসি। তাঁর বিরুদ্ধে দুটো জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা খারিজ করার আর্জি জানিয়ে এবার সরব হলেন পিএনবিকাণ্ডের এই অন্যতম অভিযুক্ত। বুধবার মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালতে তাঁর বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা খারিজের আর্জি জানান মেহুল। শুধু তাই নয়, দেশে একের পর এক গণপিটুনিতে হত্যার ঘটনার কথা মনে করিয়ে দিয়ে মেহুল জানিয়েছেন, প্রাণভয়ের কারণেই দেশে ফিরছেন না তিনি। গত এপ্রিল ও মে মাসে তাঁর বিরুদ্ধে জারি করা ২টি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা খারিজের আর্জি জানানোর পাশাপাশি তিনি কেন আদালতে হাজিরা দিচ্ছেন না, তার ১০টি কারণ দেখিয়েছেন এই হীরে ব্যবসায়ী।

Advertisment

আদালতে আবেদনপত্রে মেহুল লিখেছেন যে, গণপিটুনিতে হত্যার ঘটনা প্রায়শই ঘটছে এ দেশে। এমনকি, জেলের মধ্যেও গণপিটুনির একটা ঘটনার প্রসঙ্গ টেনেছেন নীরবের মামা। আর এই আশঙ্কাতেই তিনি দেশে ফিরছেন না বলে জানিয়েছেন আবেদনপত্রে। এতেই শেষ নয়, বহু জায়গা থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন মেহুল। সেকারণেই তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন, তা জানাননি তিনি। এ প্রসঙ্গে ৫টি গোষ্ঠীর তালিকা দিয়েছেন মেহুল, যারা তাঁকে হুমকি দিয়েছে।

আরও পড়ুন, PNB fraud: নীরবকে প্রত্যর্পণের জন্য এবার আদালতে গেল ইডি

তাঁর দেশে না ফেরার আরও কারণ দেখিয়েছেন ওই হীরে ব্যবসায়ী। তাঁর শারীরিক অবস্থার কথা উল্লেখ করা ছাড়াও তাঁর পাসপোর্ট প্রত্যাহারের বিষয়টিও নজরে এনেছেন পিএনবিকাণ্ডে এই অভিযুক্ত।

অন্যদিকে এ ঘটনায় সিবিআইয়ের হাতে ধৃত আরেক অভিযুক্ত মণীশ বোসামিয়া জামিনের আর্জি জানিয়েছেন। এদিকে, ইংল্যান্ড ও হংকং থেকে নীরব মোদিকে প্রত্যর্পণের জন্য আদালতে গিয়েছে ইডি। এ ব্যাপারে মুম্বইয়ের একটি বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। যদিও এখনও ওই হীরে ব্যবসায়ীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেনি ইন্টারপোল। বর্তমানে নীরব মোদি বেলজিয়ামে রয়েছেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

Nirav Modi Mehul Choksi pnb scam PNB
Advertisment