পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে এবার নীরব মোদীর ভাই নেহাল মোদীর নামে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। ব্যাঙ্ক প্রতারণা মামলায় হীরে ব্যবসায়ী নীরবের পাশাপাশি নেহালও জড়িত বলে অভিযোগ করেছে তদন্তকারী সংস্থা। বেলজিয়ামের বাসিন্দা বছর চল্লিশের নেহাল বর্তমানে আমেরিকায় আত্মগোপন করে রয়েছেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন: ‘দুর্নীতিগ্রস্তদের সঠিক জায়গায় রাখা হয়েছে’, চিদাম্বরমকে খোঁচা মোদীর
উল্লেখ্য, এর আগে নীরবের ভাই নেহালের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছিল ইডি। ব্যাঙ্ক প্রতারণার ঘটনায় নীরবকে সাহায্য করেছিলেন নেহাল, এমন অভিযোগই করেছে ইডি। তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে, গোটা ঘটনা জেনে বুঝেই নীরবকে সাহায্য করেছিলেন নেহাল। সেইসঙ্গে তথ্যপ্রমাণ লোপাটেরও অভিযোগ করা হয়েছে নেহালের বিরুদ্ধে। দুবাই ও হংকংয়ের নকল ডিরেক্টরদের (ডামি) সেলফোন নষ্ট করেছেন বলে অভিযোগ নেহালের বিরুদ্ধে। ইন্ডিয়ান এক্সপ্রেস এর আগের প্রতিবেদনে প্রকাশ করেছিল যে, বিদেশে ১৫টিরও বেশি ডামি কোম্পানি তৈরি করেছিলেন নীরব মোদী।
ইডির তরফে আরও অভিযোগ করা হয়েছে যে, নীরবের দুবাইয়ের সংস্থা থেকে প্রায় ৫০ কেজি সোনা পাচার করেছেন নেহাল। একইসঙ্গে হংকং থেকে ১৫০ বাক্স মুক্তো ও নগদ টাকা পাচার করায় অভিযুক্ত নীরবের ভাই। ইডির আরও দাবি, ২টি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন নেহাল। নীরবের ডামি কোম্পানি থেকে ৩৩৫.৯৫ কোটি টাকা পেয়েছে নেহালের ওই দুই সংস্থা। এর আগে, নীরব মোদী ও তাঁর বোন পূর্বী মোদী মেহতার নামেও রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল।
Read the full story in English