প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে রবিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি চিঠি! পুলিশের জালে মূল অভিযুক্ত। পুলিশ জানিয়েছে ধৃতের নাম জেভিয়ার। রবিবার পুলিশ জানিয়েছে মোদীকে হুমকি দেওয়ার জন্য অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এর্নাকুলামের বাসিন্দা জেভিয়ারকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। আজ তাকে গ্রেফতার করে পুলিশ।
কেরালা সফরের আগেই প্রাণনাশের হুমকি। মোদীকে উদ্দেশ্য করে এই হুমকি চিঠিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। কেরালা বিজেপির প্রধান কে সুরেন্দ্রন জানিয়েছেন, মোদীর আসন্ন কেরালা সফরের আগেই গত ১৭ এপ্রিল বিজেপি সদর দফতরে চিঠিটি আসে। হুমকি চিঠি পেয়েই তিনি তা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
কেরালা বিজেপি প্রধান কে সুরেন্দ্রন জানিয়েছেন, সোমবার থেকে কেরালায় তার দুদিনের সফরের আগেই মোদীর ওপর মারাত্মক হামলার একটি ‘হুমকি চিঠি’ পেয়েছেন। গত ১৭ এপ্রিল বিজেপি সদর দফতরে চিঠিটি আসে বলে দাবি করেছেন তিনি।
রোডশোতে অংশ নিতে ২৪ এপ্রিল কোচিতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। প্রধানমন্ত্রী মোদী এদিনই একটি কর্মী সভায় ভাষণ দেবেন এবং রাজ্যেরত নয়টি বিভিন্ন চার্চের শীর্ষ প্রধানদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন। ২৫শে এপ্রিল, প্রধানমন্ত্রী মোদী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করতে তিরুবনন্তপুরমে পৌঁছাবেন এবং তারপরে তিনি কেন্দ্রীয় স্টেডিয়াম থেকে আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর গুজরাট সফরে যাবেন।
মিডিয়া রিপোর্ট অনুসারে, পুলিশ এই হুমকি চিঠি কাণ্ডে এন কে জনি নামে এক ব্যক্তিকে শনাক্ত করেছে্ন, যার ঠিকানা চিঠিতে উল্লেখ করা হয়েছিল। যদিও মোদীকে এই ধরণের হুমকি চিঠি পাঠানোর কথা অস্বীকার করে তিনি বলেছেন, ইচ্ছাকৃত কেউ চিঠিতে তার ঠিকানা উল্লেখ করেছেন। ঘটনার তদন্তে নেমে জনির অভিযোগের ভিত্তিতেই জেভিয়ারকে জেরা করে পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করা হয়। কেরল বিজেপির প্রধান কে সুরেন্দ্রন বলেছেন, “মোদীর সফরের আগে এমন হুমকি চিঠি পেয়ে আমরা তা পুলিশকে হস্তান্তর করেছি। পাশাপাশি মোদীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে”।