Advertisment

ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগের শুনানি আগামী সপ্তাহে, ১৫০০ পাতার চার্জশিটে কী জানাল দিল্লি পুলিশ?  

১৫০০ পাতার চার্জশিটে কী জানাল দিল্লি পুলিশ?

author-image
IE Bangla Web Desk
New Update
Discussion with the wrestlers, union minister anurag thakur, anurag thakur, wrestlers issues, anurag thakur invited wrestlers, Wrestlers protest, Wrestlers protest updates, Wrestlers protest news, Wrestlers protest latest news, Wrestlers protest reason, protest of wrestlers, Wrestlers protest india, indian Wrestlers protest, Brij Bhushan Sharan Singh, Wrestling Federation of India chief, WFI chief"

দম দেখার আছিলায় কুস্তিগীরের স্তনে হাত! ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ছবি-ভিডিও ইতিমধ্যেই হাতে এসেছে দিল্লি পুলিশের। দিল্লি পুলিশ ইতিমধ্যেই চার্জশিটে তার উল্লেখও করেছে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে দিল্লি পুলিশের পেশ করা চার্জশিটে মহিলা কুস্তিগীরদের ৬টি অভিযোগের মধ্যে অন্তত চারটিতে ফটো সহ প্রমাণ এবং যৌন হয়রানির অভিযোগের অন্তত তিনটি ক্ষেত্রে ভিডিও প্রমাণের উল্লেখ করেছে।

Advertisment

দিল্লি পুলিশ বৃহস্পতিবার ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে ৬ মহিলা কুস্তিগীরকে যৌন হয়রানি, লাঞ্ছনার অভিযোগে ১৫০০ পাতার চার্জশিট পেশ করেছে। ২২শে জুন এই মামলার শুনানি। নাবালক অভিযোগকারী ম্যাজিস্ট্রেটের সামনে তার বিবৃতি প্রত্যাহার করে নেওয়ায় পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে POCSO আইনে মামলা বাতিলের বিষয়ে চার্জশিটে উল্লেখ করেছে। চার্জশিটে ৬ কুস্তিগীরের সাক্ষ্য, ৭০ থেকে ৮০ জন সাক্ষীর বক্তব্য এবং ফটোগ্রাফ, ভিডিও এবং কল ডিটেইল রেকর্ডের মতো একাধিক প্রমাণ তুলে ধরা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণের জন্যই ছবি ও ভিডিও প্রমাণ চার্জশিটে উদ্ধৃত করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের এক সিনিয়ার আধিকারিক জানিয়েছেন, “আমরা চার্জশিটে প্রতিটি অভিযোগ আলাদাভাবে উল্লেখ করেছি যেহেতু ৬ কুস্তিগীর ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগে একাধিক অভিযোগ সামনে এনেছেন। প্রতিটি অভিযোগের জন্য, আমরা প্রমাণকারী সাক্ষী, ফটো বা ভিডিও তুলে ধরেছি। ৬ অভিযোগের মধ্যে, আমরা চারটিতে ফটোগ্রাফিক প্রমাণ সংযুক্ত করেছি, ছবিগুলি বিভিন্ন টুর্নামেন্ট এবং ইভেন্টের”।

রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন দুই মহিলা কুস্তিগীর।শ্বাস পরীক্ষার অজুহাতে তাদের স্তন স্পর্শ করা এবং তার পেটে হাত দেওয়ার অভিযোগ করেছেন তারা।

রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে দায়ের করা দুটি এফআইআর-এ অনেক গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও ১৫টি যৌন হয়রানির ঘটনা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ১০টি অনুমতি ছাড়াই শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার মত গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআর-এ, মহিলা কুস্তিগীররা অভিযোগ করেছেন যে ব্রিজভূষণ শরণ সিং তাদের সম্মতি ছাড়াই তাদের স্তন এবং পেট স্পর্শ করতেন। এর পাশাপাশি ওই দুটি এফআইআর-এ ভয় দেখানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ২৮ এপ্রিল, ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছিল।

আইপিসির 354, 354A 354D এবং 34 ধারায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। অপরাধ প্রমাণিত হলে এক থেকে তিন বছরের কারাদণ্ড হতে পারে ব্রিজভূষণের। প্রথম FIR-এ ছয়জন প্রাপ্তবয়স্ক কুস্তিগীরের ব্রিজভূষণের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে।

এফআইআর-এ বেশিরভাগ মহিলা কুস্তিগীর বলেছেন যে ব্রিজভূষণ শরণ সিং তাদের ফিটনেস পরীক্ষা করার অজুহাতে স্তন এবং পেটে হাত দিতেন। এক মহিলা কুস্তিগীর ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআরে উল্লখ করেছেন, “আমার শ্বাস পরীক্ষা করার অজুহাতে আমার টি-শার্ট টেনে ধরে হাত দিয়ে আমার পেটের নীচের অংশ স্পর্শ করেছিল এবং আমার নাভিতে তার হাত রেখেছিল,” । যদিও চার্জশিটে প্রায় ২২ জন সাক্ষীর বিশদ সাক্ষ্য উল্লেখ করা হয়েছে যারা ৬ কুস্তিগীরের অভিযোগের সত্যতা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। সিংয়ের সহযোগী বিনোদ তোমারের বিরুদ্ধেও চার্জশিট দাখিল করা হয়েছে যার বিরুদ্ধে প্ররোচনা, ভয় দেখানো এবং যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।

Brij Bhushan Sharan Singh
Advertisment