Advertisment

লকডাউনে বাড়ি ফিরতে বাধা, সুরাতে পুলিশ-বস্ত্রবয়নকর্মী খণ্ডযুদ্ধ

রবিবার গভীর রাতে ওই কর্মীরা উত্তরপ্রদেশ, বিহার ও অন্য়ান্য় রাজ্য়ে নিজেদের বাড়িতে ফিরতে চেয়েছিলেন। তাঁদের আটকায় পুলিশ। এ নিয়েই পুলিশের সঙ্গে তাঁদের বচসা বাধে বলে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
migrant labourers, পরিযায়ী শ্রমিক, সুরাত, surat, india lockdown, করোনাভাইরাস, সুরাতে টেক্সটাইল কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, coronavirus, gujarat labourers, violence, indian express bangla

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনা আবহে ধুন্ধুমার কাণ্ড ঘটল সুরাতে। বস্ত্রবয়ন কর্মীদের সঙ্গে পুলিশের রীতিমতো খণ্ডযুদ্ধ বাধল। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্য়াসের শেল ফাটাল পুলিশ। জানা যাচ্ছে, রবিবার গভীর রাতে ওই কর্মীরা উত্তরপ্রদেশ, বিহার ও অন্য়ান্য় রাজ্য়ে নিজেদের বাড়িতে ফিরতে চেয়েছিলেন। তাঁদের আটকায় পুলিশ। এ নিয়েই পুলিশের সঙ্গে তাঁদের বচসা বাধে বলে খবর।

Advertisment

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে, বরেলিতে তুমুল বিতর্ক

প্রায় ৫০০ জন কর্মী এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ। পাল্টা পাথর ছোড়ার অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। পাথর ছোড়ার জেরে পুলিশের ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তবে এ ঘটনায় কোনও পুলিশকর্মী জখম হননি।

আরও পড়ুন: করোনায় পরিযায়ী শ্রমিকদের জন্য কী পদক্ষেপ? কেন্দ্রের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

এ ঘটনায় গোলমালের অভিযোগে ৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সকলেই বস্ত্রবয়ন কর্মী বলে জানা যাচ্ছে। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে সুরাতে বস্ত্রবয়ন কর্মীদের কলোনিতে খাবারের ঘাটতি হয়েছে বলে জানা গিয়েছে। সেকারণেই হাজার হাজার শ্রমিক ভাড়া বাড়ি ছেড়ে জাতীয় সড়ক ধরে পায়ে হেঁটেই নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন।

সোমবার ধৃতদের আদালতে পেশ করা হয়। পরে তাঁদের জামিনে মুক্ত করা হয়। এখন পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ডিসিপি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment