২০১৯ লোকসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। লোকসভা ভোটকে উপলক্ষ্য করে সভা-সমাবেশও শুরু হয়ে গিয়েছে। এর ফলে রাজ্যে বিবাদ-সংঘর্ষও বাড়বে। তাই রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করতে পুলিশের শূন্যপদ পূরণ করতে উদ্যোগ নিল রাজ্য মন্ত্রিসভা।
সোমবার বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আরও সাড়ে আট হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে সশস্ত্র পুলিশ বাহিনীতে নিয়োগ করা হবে আট হাজার কনস্টেবল। পাশাপাশি ৫৬৫ জন সাব-ইন্সপেক্টর নিয়োগ করা হবে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঘনিষ্ঠমহলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, রাজনৈতিক স্বার্থে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে জঙ্গলমহলের জেলাগুলিতে মাওবাদী সক্রিয়তা বেড়ে গিয়েছে। সম্প্রতি ঝাড়গ্রামের সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, জঙ্গলমহলের কিছু এলাকায় মাওবাদীরা ঘোরাফেরা করছে। ঝাড়়খণ্ড থেকে এখানে মাওবাদীদের নিয়ে আসা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, এইসব কারণে রাজ্যে পুলিশ কর্মীর শূন্যপদ পূরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে সাড়ে আট হাজার পুলিশ কর্মী নিয়োগের কাজ দ্রুত সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে শুধু পুলিশ বিভাগে নয়, এর পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রেও বেশ কিছু শূন্যপদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলি শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে।