Advertisment

দিল্লিতে কৃষকদের ট্রাক্টর ব়্যালির বিষয়ে পুলিশ সিদ্ধান্ত নিক: সুপ্রিম কোর্ট

প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর ব়্যালিতে স্থগিতাদেশের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল দিল্লি পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর ব়্যালির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। যা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা দিল্লি পুলিশের। কৃষকদের ট্রাক্টর ব়্যালিতে স্থগিতাদেশের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল দিল্লি পুলিশ। সোমবার সেই মামলার শুনানিতে দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায় দিল্লি পুলিশের উপর বলে কৃষকদের ট্রাক্টর ব়্যালি উপর কোনও স্থগিতাদেশ দিল না প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

Advertisment

এদিন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল সুপ্রিম কোর্ট জানিয়েছেন, লাখ লাখ চাষী এখন দিল্লিতে ঢুকতে চাইছে। চাষীদের মধ্যে কিছু খলিস্থানি সংগঠন মিশে থাকার কথা আগেই বলেছে কেন্দ্র। নিজেদের পিটিশনে দিল্লি পুলিশ জানিয়েছে যে ২৬ জানুয়ারি দিল্লিতে ট্র্যাক্টর মিছিল করতে দেওয়া উচিত নয়, কারণ বিশ্বের চোখে ভারতের ইমেজ তাতে ভুলুন্ঠিত হবে। এক্ষেত্রে আদালতের নির্দেশ কাম্য।

আদালত জানিয়ে দেয়, রাজধানী দিল্লির আইনশৃঙ্খলার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দিল্লি পুলিশের উপর। দিল্লিতে কারা প্রবেশ করার অনুমতি পাবেন, আর কারা পাবেন না, সেটা ঠিক করার অধিকার সবার প্রথমে রয়েছে দিল্লি পুলিশের হাতেই।

ইতিমধ্যেই চাষী আইনের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ও সব দিক খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে আদালত। যদিও কমিটি সদস্যরা 'পক্ষপাতদুষ্ট' বলে দাবি আন্দোলনতারী কৃষক সংগঠনগুলোর। সুপ্রিম কোর্টে কমিটির সদস্য বদলের আর্জি জানিয়েছে তারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

supreme court Farmers Movement Tractor Rally
Advertisment