scorecardresearch

মেয়াদ ফুরোলেও ফিরছিলেন না, বোধগয়ায় গ্রেফতার চিনা মহিলা

ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

DALAI LAMA
দলাই লামা ও (ডানদিকে) আটক চিনা মহিলা ।

দলাই লামার বিহারের বোধগয়া সফরের মধ্যে, পুলিশ বৃহস্পতিবার এক চিনা মহিলাকে গ্রেফতার করল। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ওই মহিলা বোধগয়ায় থাকছিলেন। এই ঘটনার পর বোধগয়া শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম সং জিয়াওলান। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক গোয়েন্দা সতর্কবার্তার পর ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ পাসপোর্ট এবং ভিসার বিবরণ-সহ ওই মহিলার একটি ছবি আঁকিয়ে সেই ছবি বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিয়েছিল।

এই ঘটনায় গয়ার পুলিশ সুপার হরপ্রীত কউর বলেন, ‘আমরা খবর পেয়েছিলাম যে একজন চিনা মহিলা ভিসার মেয়াদ শেষের পরও এদেশে থাকছিলেন। এরপরই আমরা বৌদ্ধ মঠগুলোর সঙ্গে কথা বলি। ইতিমধ্যেই সফররত দলাই লামার নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ, তাঁর নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, বোধগয়ার মঠে বসবাসকারী সকলকে পরিচয়পত্র দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক (এমইএ)-এর কর্তা ওই চিনা মহিলার ভিসার মেয়াদ শেষের পরও বোধগয়ায় থাকা নিয়ে মুখ খোলেন। তিনি গোটা বিষয়টিকে ‘নিরাপত্তার সমস্যা’ বলে উল্লেখ করেন। তবে, এই ব্যাপারে বিদেশ মন্ত্রক আর কোনও মন্তব্য করতে চায়নি। দলাই লামা তাঁর বার্ষিক কালচক্র পূজার জন্য বোধগয়ায় এসেছেন। দুই বছর অতিমারির কারণে এই পূজা দলাই লামা করতে পারেননি। এবছর ২২ ডিসেম্বর থেকে দলাই লামা বোধগয়ায় আছেন। বোধগয়ায় তাঁর উপস্থিতির কারণেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন- চিন-সহ এই ৬টি দেশ থেকে ভারতে ঢুকতে লাগবে নেগেটিভ RT-PCR রিপোর্ট, বড় ঘোষণা কেন্দ্রের

২০১৮ সালের জানুয়ারিতে দলাই লামা বোধগয়ায় থাকাকালীন ছোট আকারে বিস্ফোরণ ঘটে। ২০২১ সালে এক বিশেষ এনআইএ আদালত আইইডি বিস্ফোরণে তাঁদের ভূমিকার জন্য ৯ জন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সদস্যের মধ্যে আটজনকে দোষী সাব্যস্ত করেছিল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার বলেছেন এই প্রসঙ্গে বলেন, ‘এটি একটি নিরাপত্তাজনিত সমস্যা। নিরাপত্তা নিয়ে কথা বলার মত উপযুক্ত মঞ্চ এটা নয়।’

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Police take chinese woman into custody for visa overstay