Advertisment

হরিয়ানাজুড়ে BJP সাংসদদের ঘিরে কৃষক বিক্ষোভ, সিরসায় প্রতিবাদীদের ওপর জলকামান

বিজেপি সাংসদ সুনীতা দুগগাল এবং লোকহিত দলের বিধায়ক গোপাল কান্ডাকে ঘিরে চলতে থাকা প্রতিবাদ দমনে পুলিশের জল কামান ব্যবহার নিয়ে আসরে বিরোধী শিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
Farmers Movement over Farm Law, farm Law, Singhu Border, haryana, Khattar Governmnet, BJP

কৃষক এভাবেই ব্যবহার হয়েছে জলকামান।

বিজেপি সাংসদকে ঘিরে চলতে থাকা কৃষক বিক্ষোভ হঠাতে জল কামান ব্যবহার হরিয়ানা পুলিশের। বুধবার সিরসায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রাজ্যজুড়ে। এমনিতেই দিল্লি-হরিয়ানা সীমান্তে চলতে থাকা ৪ মাস দীর্ঘ কৃষক আন্দোলনের কিছুটা ব্যাকফুটে হরিয়ানার খট্টর সরকার। সেই আবহেই বিজেপি সাংসদ সুনীতা দুগগাল এবং লোকহিত দলের বিধায়ক গোপাল কান্ডাকে ঘিরে চলতে থাকা প্রতিবাদ দমনে পুলিশের জল কামান ব্যবহার নিয়ে আসরে বিরোধী শিবির।

Advertisment

জানা গিয়েছে, প্রায় ৪ ঘণ্টা ধরে চলেছে এই বিক্ষোভ। প্রতিবাদ সরাতে গেলে কৃষকদের সংঘর্ষ বাঁধে পুলিশের সঙ্গেও। কেন্দ্রের তিন কৃষি আইন বিলোপের দাবিতে চলতে থাকা আন্দোলনে ইতিমধ্যে হরিয়ানার শাসক শিবিরকে বয়কটের ডাক দিয়েছে রাজ্যের মহা পঞ্চায়েত। বুধবারের বিক্ষোভ সেই আন্দোলনের অংশ, এমনটাই পুলিশ সুত্রে খবর। মঙ্গলবারও কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নায়েব সিং সাইনিকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন কৃষকরা।

যদিও সিরসার এসপি ভুপিন্দর সিং বলেছেন, ‘কৃষকদের ওপর দমনপীড়ন চলেনি। শুধু বিক্ষোভ হঠাতে জল কামান ব্যবহার করা হয়েছে। পুলিশি ব্যারিকেড ভেঙে ভোটকেন্দ্রের দিকে এগোতে চাইছিলেন কৃষকরা। আমরা আবেদন করি মহামান্য আদালতের নির্দেশে এই ভোটগ্রহণ চলছে। সেটা সুষ্ঠুভাবে শেষ হতে দিন।‘ ইন্ডিয়ান এক্সপ্রেসকে সেই আইপিএস আরও বলেন, ‘জল কামান ব্যবহারে হতাহতের খবর নেই।‘

এদিকে, এই বিক্ষোভ প্রসঙ্গে শাসক জোটের বিধায়ক গোপাল কান্ডা বলেছেন, ‘যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কেউ কৃষক নয়, বরং রাজনীতিবিদ। ওদের উচিত দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা। আলোচনায় সব সমস্যার নিষ্পত্তি হয়।‘

Farm Law haryana BJP Leader Singhu Border Khattar Governmnet Farmers Movement over Farm Law
Advertisment