৮ ফেব্রুয়ারি দেশের সাধারণ নির্বাচন। তার আগেই ভয়াবহ জঙ্গি হানা পাকিস্তানে। থানায় ঢুকে এলোপাথাড়ি গুলি। জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ১০ পুলিশ কর্মীর মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।
সোমবার উত্তর-পশ্চিম পাকিস্তানে থানায় ভয়াবহ জঙ্গি হামলা। ভারী সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১০ জন পুলিশ নিহত ও ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানের একটি থানায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন ঘটনার পিছনে তেহরকি-ই তালিবান পাকিস্তান (TTP)-এর হাত রয়েছে বলে সন্দেহ। যদিও এই হামলার দায় এখনো কোনো সংগঠন স্বীকার করেনি।
জেলা পুলিশ অফিসার নাসির মেহমুদ বলেন, “ জঙ্গি হানায় আমাদের ১০ জওয়ানকে হারিয়েছি আমরা। অতর্কিতে হামলায় ছয়জন আহত হয়েছেন”। পুলিশ সূত্রে জানা গিয়েছে সন্ত্রাসবাদীরা চারদিক থেকে থানা ঘিরে গ্রেনেড ও গুলি বৃষ্টি শুরু করে। পুলিশও পাল্টা জবাব দেয়। হামলার পর বাহিনী গোটা এলাকাটি ঘিরে রেখেছে এবং অনুসন্ধান অভিযান শুরু করেছে। পাকিস্তান পুলিশের দাবি, প্রায় আড়াই ঘণ্টা জঙ্গিরা হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ জন পুলিশের। গুরুতর জখম প্রায় ৬ জন।
তবে এই ঘটনায় সরাসরি কোন সংগঠন জড়িত সে বিষয়ে এখনও স্পষ্ট কিছুই জানা যায়নি। বৃহস্পতিবার নির্বাচন, তার আগে এই ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় সংবাদমাধ্যম সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে, সাম্প্রতিক কালে পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার ঘটনা বেড়েছে। এই বছরের জানুয়ারিতে অন্তত ৯৩ টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে যাতে ৯০ জন নিহত এবং প্রায় ১৩৫ জন আহত হয়েছেন। ১৫ জনকে অপহরণের ঘটনাও প্রকাশ্যে এসেছে।