Advertisment

Highlights: মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট ২১ অক্টোবর

Maharashtra, Haryana Assembly Elections 2019 Date Updates: আগামী ৯ই নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হবে। পাশাপাশি হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী ২রা নভেম্বর। ফলে, তার আগেই এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচন করতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sunuil Arora

সুনীল আরোরা, মুখ্য নির্বাচন কমিশনার

আজই মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট ২১ অক্টোবর। গণনা ২৪ অক্টোবর। ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। তিনি বলেন, 'নির্বাচনের বিজ্ঞপ্তি দেওয়া হবে আগামী ২৭ সেপ্টেম্বর। মনোনয়ন জমার শেষ তারিখ ৪ অক্টোবর।'

Advertisment

আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে মোকাবিলায় প্রস্তুত ভারত

লোকসভা ভোটের পর এই প্রথম মহারাষ্ট্র ও হরিয়াতে হতে চলেছে বিধানসভা ভোট। আগামী ৯ই নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হবে। পাশাপাশি হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী ২রা নভেম্বর। ফলে, তার আগেই এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার। ভোটের দিনক্ষণ ঘোষণার ফলে এদিন থেকেই লাগু হল আদর্শ আচরণবিধি।

মুখ্য নির্বাচন কমিশনারের কথায়, 'প্রত্যেকটা নির্বাচনের পৃথক গুরুত্ব রয়েছে। এগুলি থেকেই আমরা আমরা আগামীর শিক্ষা নিয়ে থাকি। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন।' মুখ্য নির্বাচন কমিশনার জানান, 'ভোটে শান্তি বজায় রাখতে সব ধরণের প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। মাওবাদী অধ্যুষিত এলাকা গরচিরৌলি ও গন্দিয়ায় বিশেষ নিরাপত্তা থাকবে ভোটের জন্য।'

আরও পড়ুন: বকেয়া মেটানোর দাবিতে রাজধানীর পথে শতাধিক আখ চাষী

এই ভোটে প্রত্যেক প্রার্থী প্রচারের কাজে ২৮ লক্ষ টাকা করে খরচ করতে পারবেন। পরিবেশবান্ধব দ্রব্য দিয়ে প্রচারের কাজ করার জন্য আহ্বান জানানো হয় কমিশনের তরফে। লোকসভা ভোটের পর ইভিএম নিয়ে সোচ্চার হয় বিরোধীরা। সেই বিষয়টি মাথায়য় রেখে এদিন মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দেন, দুই রাজ্যের ভোটে প্রত্যেক রাজনৈতিক দলকেই উন্নত ইভিএমে ভোট করানোর আশ্বাস দেওয়া  হয়েছে।

মহারাষ্ট্রের মোট আসন ২৮৮। এখানে লড়াই বিজেপি-শিবসেনা জোটের সঙ্গে কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপির। যদিও, লোকসবা ভোটের পর বেশ কয়েকজন এনসিপি নেতকা ও বিধায়ক দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। ২০১৪ সালে এনসিপি ও কংগ্রেস পৃথকভাবে ভোটে লড়ে। আসন রফা বিফলে যাওয়াতেই জোট ভাঙার সিদ্ধান্ত নেন  শরদ পাওয়ার। উভয় দলই পায় যতাক্রমে ৪২ ও ৪১টি আসন। এদিকে, লোকসভা ভোটের আগে শিবসেনার সঙ্গে শরিক বিজেপির বেশ কিছু বিষয়ে বিবাদ লক্ষ্য করা গেলেও বর্তমানে ফের জোটবদ্ধ দুই দল। মহারাষ্ট্রের ক্ষমতা দখলে মরিয়া গেরুয়া শিবির। হরিয়ানাতেও বিগত পাঁচ বছর ধরে শাসন ক্ষমতার দায়িত্বে বিজপি। ৮০ আসনের বিধানসভায় সরাসরি লড়াই কংগ্রেস ও পদ্ম শিবিরের মধ্যে। আগামী পাঁচ বছরের জন্য কংগ্রেসকে পরাজিত করে ফের ক্ষমতা দখল করতে প্রচারও শুরু করেছে গেরুয়া বাহিনী।

আরও পড়ুন: হামলাকারীকে চিহ্নিত করলেন মন্ত্রী, ছেলেকে ক্ষমা করে দেওয়ার আর্তি মায়ের

মহারাষ্ট্র ও হরিয়ানার সঙ্গেই বিভিন্ন রাজ্যের ৬৪টি কেন্দ্রে পুননির্বাচন হবে। বিহার, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা, কর্নাটক, তেলেঙ্গানা, সিকিম, পদুচেরি, পাঞ্জাব, রাজস্থানে হবে এইসব পুননির্বাচন। তবে, বাংলায় উৎসববের মরসুম শুরু হচ্ছে। তাই বেশ কয়েকটি কেন্দ্রে পুরনির্বাচন হবে পরে। জানিয়েছে কমিশন।

Read the full story in English

Live Blog

Maharashtra, Haryana Assembly Elections 2019 Date Updates:, মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোটের দিন ঘোষণার আপডেটস দেখুন এখানে, Follow the updates here:














12:37 (IST)21 Sep 19





















মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা ভোট ২১ অক্টোবর

12:28 (IST)21 Sep 19





















মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট ২১ অক্টোবর, গণনা ২৪ অক্টোবর

মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে।  গণনা হবে  ২৪ অক্টোবর। বিজ্ঞপ্তি দেওয়ার শেষ দিন ৪ অক্টোবর। ঘোষণা কমিশনের।

12:19 (IST)21 Sep 19





















প্রত্যেক দলের প্রার্থীই প্রচারে ২৮ লক্ষ করে খরচ করতে পারবেন

'প্রত্যেক নির্বাচনী প্রার্থীই ২৮ লক্ষ টাকা করে খরচ করতে পারবেন। প্রচারে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করতে বলা হয়েছে। উন্নত ইভিএম ব্যবহারের ক্ষেত্রেও সব দলকে আশ্বাস দেওয়া হয়েছে।' জানালেন সুনীল আরোরা। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট কারনোর জন্য সকলের কাছে  আবেদন করা হচ্ছে ও  ভোটারদের সুরক্ষায় সব ব্যবস্থা থাকবে। আশ্বাস মুখ্য নির্বাচনী আধিকারিকের।

12:12 (IST)21 Sep 19





















সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার

মহারাষ্ট্রে মোট ভোটার ৮ কোটি ৯০ লক্ষ। মহারাষ্ট্রে ইভিএমি থাকবে ১লক্ষ ৮ হাজার। জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা। ভোটের কথা মাথায় রেখে দুই রাজ্যের পুলিশ প্রশাসন ও নোডাল অফিসারদের সঙ্গে আলোচনা হয়েছে। তারপরই এদিন সাংবাদিক বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

12:06 (IST)21 Sep 19





















শুরু হল বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা

মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা শুরু করল নির্বাচন কমিশন

11:24 (IST)21 Sep 19





















মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন

আজ দুপুর ১২টায় মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা ভোটের দিন ঘোষণা।

Maharashtra, Haryana Assembly Elections 2019 Date Updates: মহারাষ্ট্রের মোট আসন ২৮৮। এখানে লড়াই বিজেপি-শিবসেনা জোটের সঙ্গে কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপির। লোকসভা ভোটের আগে শিবসেনার সঙ্গে শরিক বিজেপির বেশ কিছু বিষয়ে বিবাদ লক্ষ্য করা গেলেও বর্তমানে ফের জোটবদ্ধ দুই দল। এদিকে, হরিয়ানাতেও বিগত পাঁচ বছর ধরে শাসন ক্ষমতার দায়িত্বে বিজপি। ৮০ আসনের বিধানসভায় সরাসরি লড়াই কংগ্রেস ও পদ্ম শিবিরের মধ্যে।

কংগ্রেসের তরফে গত বৃহস্পতিবারই দলের পাঁচ প্রাক্ত সাংসদকে মহারাষ্ট্রের ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে। মুকুল ওয়াসনিককে বিদর্ভের দায়িত্ব দেওয়া হয়েছে। রজনী পাটিল দলের হয়ে কোঙ্কন ও পশ্চিম মহারাষ্ট্রের দায়িত্বে রয়েছেন। রাজীব সাতভ, অবিনাশ পান্ডে এবং আর সি খুন্টিয়াকে মারাঠাওয়াড়া, মুম্বই ও উত্তর মহারাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে। রাহুল গান্ধির ঘনিষ্ট বলে পরিচিত অবিনাশ পান্ডেকে বাড়তি দায়িত্ব হিসাবে দেওয়া হয়েছে দলের কন্ট্রোল রুমের দায়িত্বও।

election commission haryana Maharashtra
Advertisment