জম্মুতে সেনার গাড়িতে জঙ্গি হামলা, শহিদ অন্ততপক্ষে ৫ সেনা। বৃহস্পতিবার বিকেলে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এই পাঁচ সেনা জওয়ান প্রাণ হারান। ঘটনার সময় তাঁদের গাড়ি লক্ষ্য করে ‘অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা’ গুলি চালায়। নর্দান কমান্ডের সদর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, ‘অতিরিক্ত বৃষ্টি পড়ছিল। দৃশ্যমানতা কম ছিল। সেই সুযোগ নিয়েছিল জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে জওয়ানদের গাড়িতে আগুন লেগে যায়।’
দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় সেনাবাহিনীর গাড়ি রাজৌরি সেক্টরের ভিম্বার গালি এবং পুঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছিল।’ নিহত জওয়ানরা রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য। সন্ত্রাস দমনের জন্য তাঁদের উপত্যকায় নিয়োগ করা হয়েছিল। এই জঙ্গি হামলায় বেশ কয়েকজন সেনা জওয়ান আহতও হয়েছেন। তাঁদের রাজৌরির সেনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন সেনাবাহিনীর জওয়ানরা।
এই জঙ্গি হামলার কথা প্রথমে জানায়নি সেনাবাহিনী শুধু জানিয়েছিল, সেনা জওয়ানদের গাড়িতে আগুন লেগে গিয়েছে। পরে, সন্ধে ৬টা ৪৫-এর পর সত্যিটা জানা যায়। এর ঠিক আগে সন্ধ্যা ৬টা ৩৩ নাগাদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, ‘পুঞ্চ জেলার (জম্মু অ্যান্ড কাশ্মীর) ট্র্যাজেডিতে মর্মাহত। সেখাানে একটি ট্রাকে আগুন লাগায় ভারতীয় সেনাবাহিনী তার সাহসী সৈন্যদের হারিয়েছে। এই দুঃখজনক সময়ে, আমি মানসিকভাবে শোকাহত পরিবারগুলোর পাশে আছি।’
পুঞ্চে জঙ্গি হামলায় নিহত জওয়ানদের নাম প্রকাশ করেছে সেনাবাহিনী
নিহত জওয়ানরা হলেন হাবিলদার মনদীপ সিং, ল্যান্স নায়েক দেবাশীষ বাসওয়াল, ল্যান্স নায়েক কুলবন্ত সিং, সিপাহী হরকৃষ্ণ সিং এবং সিপাহী সেবক সিং। বৃহস্পতিবার জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ান নিহত হওয়ার পর NIA দলকে পুঞ্চে পাঠানো হচ্ছে। দিল্লি থেকে NIA-এর বিশেষ টিম ছাড়াও ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছবে।
ঘটনার পর ভিম্বার গালি-পুঞ্চ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং লোকজনকে মেনধার হয়ে পুঞ্চে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ২০২১ সালের অক্টোবরে, জঙ্গিরা দুটি পৃথক সংঘর্ষে ভাটা দুরিয়ান এবং দেরা কি গালির মধ্যবর্তী জঙ্গলে একজন জেসিও-সহ নয় সৈন্যকে হত্যা করেছিল। ভাটা দুরিয়া জঙ্গলে জঙ্গিদের আস্তানায় নিরাপত্তা বাহিনীকে নেতৃত্ব দিতে কোট ভালওয়াল জেল থেকে বের করে আনা একজন পাকিস্তানি কারাবন্দিও জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিল। নিরাপত্তা বাহিনী এবং পুলিশ জঙ্গল ঘিরে একমাসেরও বেশি সময় ধরে অনুসন্ধান চালায়। তবে, জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি।
জঙ্গি হামলায় ৫ সেনা জওয়ান নিহত হওয়ার পর পুঞ্চে যাচ্ছে এনআইএ-এর বিশেষ দল। বৃহস্পতিবারই সন্ত্রাসবাদী হামলার বলি হামলায় পাঁচ সেনা জওয়ান। এরপরই দিল্লি থেকে NIA দলকে পুঞ্চে পাঠানো হচ্ছে। দিল্লি থেকে NIA-এর পাশাপাশই ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছবে। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সন্ত্রাসবাদী হামলার পরে তাদের গাড়িতে আগুন লেগে বৃহস্পতিবার নিহত পাঁচ সেনা জওয়ানের ‘আত্মত্যাগের’ প্রশংসা করেছে। পুঞ্চে জঙ্গি হামলার নিন্দা করেছেন রাহুল গান্ধী, মেহবুবা মুফতি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি বৃহস্পতিবার পুঞ্চ-এ ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছেন।