জম্মু ও কাশ্মীরে বিমান বাহিনীর কনভয়ে সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছেন কংগ্রেস প্রধান খাড়গে, শোক প্রকাশ রাহুলের। পাশাপাশি তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি তার পোস্টে বলেছেন, 'জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় আমাদের বিমান বাহিনীর কনভয়ের উপর কাপুরুষোচিত হামলা খুবই লজ্জাজনক'।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবাদী হামলায় বিমান বাহিনীর জওয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। শনিবার সন্ধ্যা ৬.১৫ নাগাদ পুঞ্চ জেলার সুরনকোট এলাকায় বিমান বাহিনীর কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় এক সেনা শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও চার সেনা। সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়ে খাড়গে লিখেছেন, "সাহসী বায়ুসেনার যোদ্ধার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা, যিনি দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। আমরা আশা করি আহত বিমান বাহিনীর যোদ্ধা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ভারত তার সেনাবাহিনীর জন্য আজ ঐক্যবদ্ধ।"
রাহুল গান্ধীও শোক প্রকাশ করেছেন
ভয়ঙ্কর এই জঙ্গি হামলার নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। তিনি তার পোস্টে বলেছেন, "জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় আমাদের বিমানবাহিনীর কনভয়ের উপর কাপুরুষোচিত হামলা খুবই লজ্জাজনক। এই হামলায় নিহত সৈনিকের প্রতি আমাদের শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমি আশা করছি যে হামলায় আহত সেনা সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।" পাশাপাশি হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
আম আদমি পার্টির নেতা এবং দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজও হামলার নিন্দা করেছেন এবং একে "সন্ত্রাসীদের ঘৃণ্য, লজ্জাজনক এবং কাপুরুষোচিত কাজ" বলে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি আহত সেনাদের দ্রুত আরোগ্য কামনাও করেন। এদিকে হামলার বিষয়ে তথ্য দিয়ে এক সেনা অফিসার বলেছেন, 'হামলার পর এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট এলাকাটি ঘিরে শুরু করেছে তল্লাশি অভিযান'। দেশে লোকসভা নির্বাচনের মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। উল্লেখ্য জম্মু ও কাশ্মীরে পাঁচ দফায় নির্বাচন হচ্ছে।