পুঞ্চে সেনার গাড়িতে বিস্ফোরণ! নিহত ৫ সেনা জওয়ান। দেশের প্রতি তাদের এই আত্মত্যাগকে ভুলতে পারেছেন না সাঙ্গিও গ্রামের বাসিন্দারা। নিহত সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার খুশির ইদ পালন থেকে বিরত থাকবে গ্রামবাসীরা।
গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে “শনিবার গ্রামবাসীরা ইদ উদযাপন করবেন না; তারা কেবল নামাজ পড়বেন,” এক গ্রামবাসীর কথায় “নিহতরা আমাদের গ্রামে মোতায়েন করা RR ইউনিটের অংশ ছিল এবং আমাদের চিন্তা তাদের পরিবারকে নিয়ে”। স্থানীয়দের মতে, হামলার দিন সন্ধ্যা ৭ টা নাগাদ রাষ্ট্রীয় রাইফেলসের তরফে গ্রামের ৪০০০ জনকে খুশির ইদের আগে ইফতারের আমন্ত্রণ জানানো হয়েছিল।
গ্রাম পঞ্চায়েতের সদস্য মুখতিয়াজ খান জানান “আমরা সোশ্যাল মিডিয়া থেকে থেকে সন্ত্রাসবাদী হামলার খবর পাই। পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামে শোকের ছায়া নেমে আসে,” তিনি বলেন, “আমরাও সেখানে যেতে চেয়েছিলাম”, কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছিল। ইফতারের আমন্ত্রিতদের মধ্যে তিনিও ছিলেন। তিনি শুক্রবার বলেন, “শোকের আবহে শনিবার গ্রামবাসীরা খুশির ঈদ উদযাপন করবেন না; তারা কেবল নামাজ পড়বেন’। সেদিনের সেই ট্রাকেই ইফতার পার্টির জন্য ফল ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ত্রাসবাদী হামলায় পাঁচ সেনা শহীদ এবং একজন গুরুতর আহত হয়েছেন।
নিরাপত্তা বাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের সূত্র জানিয়েছে, তাদের বিশ্বাস, সন্ত্রাসীরা ভিম্বার গলি-সুরনকোট-পুঞ্চ রোডের টোটা গলির কাছে অতর্কিতে হামলা চালায়। যে রাস্তাটিতে সন্ত্রাসী হামলা হয়েছিল তার একপাশে ঘন জঙ্গলে পাহাড় এবং অন্য পাশে একটি গভীর খাদ রয়েছে। ফুয়েল ট্যাঙ্ক ছাড়াও চারদিক থেকে গাড়িতে গুলির আঘাতের গতিপথ ধরে, সূত্র জানায়, সন্ত্রাসীরা পাহাড়ের পাশের জঙ্গলে এবং রাস্তার উল্টোদিকে খাদের ধারে লুকিয়ে ছিল।
সেনাবাহিনীর গাড়িটি বালাকোট সেক্টরের বাসুনি থেকে সুরানকোটের দিকে সাঙ্গিওতে যাচ্ছিল। এটি ভিম্বার গলি থেকে প্রায় ৩ কিমি দূরে টোটা গলিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জঙ্গলে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা গাড়ির উপর গুলি চালাতে শুরু করে, সূত্রের খবর। তাদের মধ্যে একজন পাহাড়ের দিক থেকে চালকের উপর গুলি চালিয়েছে বলে মনে হচ্ছে, অন্যজন গাড়ির দিকে একটি গ্রেনেড ছুড়েছে বলে অনুমান।
এই জঙ্গি হামলার কথা প্রথমে জানায়নি সেনাবাহিনী শুধু জানিয়েছিল, সেনা জওয়ানদের গাড়িতে আগুন লেগে গিয়েছে। পরে, সন্ধে ৬টা ৪৫-এর পর সত্যিটা জানা যায়। এর ঠিক আগে সন্ধ্যা ৬টা ৩৩ নাগাদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, ‘পুঞ্চ জেলার (জম্মু অ্যান্ড কাশ্মীর) ট্র্যাজেডিতে মর্মাহত। সেখাানে একটি ট্রাকে আগুন লাগায় ভারতীয় সেনাবাহিনী তার সাহসী সৈন্যদের হারিয়েছে। এই দুঃখজনক সময়ে, আমি মানসিকভাবে শোকাহত পরিবারগুলোর পাশে আছি।’
নিহত জওয়ানরা হলেন হাবিলদার মনদীপ সিং, ল্যান্স নায়েক দেবাশীষ বাসওয়াল, ল্যান্স নায়েক কুলবন্ত সিং, সিপাহী হরকৃষ্ণ সিং এবং সিপাহী সেবক সিং। বৃহস্পতিবার জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ান নিহত হওয়ার পর NIA দলকে পুঞ্চে পাঠানো হয়েছে। দিল্লি থেকে NIA-এর বিশেষ টিম ছাড়াও ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সন্ত্রাসবাদী হামলার পরে তাদের গাড়িতে আগুন লেগে বৃহস্পতিবার নিহত পাঁচ সেনা জওয়ানের ‘আত্মত্যাগের’ প্রশংসা করেছে। পুঞ্চে জঙ্গি হামলার নিন্দা করেছেন রাহুল গান্ধী, মেহবুবা মুফতি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি বৃহস্পতিবার পুঞ্চ-এ ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছেন।