শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস। গত কয়েকদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয় তাঁর। বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে পোপ ফ্রান্সিসকে।শ্বাসযন্ত্রের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটি বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসার জন্য পোপকে আপাতত কয়েকদিন হাসপাতালেই কাটাতে হবে। বেশ কিছুদিন ধরেই শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তাঁর। এরপরই বুধবার তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে পোপ ফ্রান্সিসের কোভিড পরীক্ষাও করা হয়েছে তবে তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালেই কাটাতে হবে। তাঁর স্বাস্থ্যের ওপর নিবিড় ভাবে নজর রাখা হবে। হাসপাতালের মুখপাত্র মাত্তেও ব্রুনি গভীর রাতে এক বিবৃতিতে বলেছেন যে ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে, পোপকেও ২০২১ সালের জুলাইয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।মাত্র ২০ বছর বয়সে তার ফুসফুসের একটি অংশ বাদ দিতে হয়।
ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বুধবার বলেছেন, ‘পোপ ফ্রান্সিসের শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। ব্রুনি জানান, আর্জেন্টিনা, ইতালী সহ বিশ্বব্যাপী পোপ ফ্রান্সিসের জন্য প্রার্থনা করা হচ্ছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। জানা গেছে, বুধবার সেন্ট পিটার্স স্কোয়ারে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন পোপ ফ্রান্সিস।