Advertisment

Delhi Airport: সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা, বৃষ্টির জেরে ভেঙে পড়ল বিমানবন্দরের ছাদের একাংশ, মৃত ১

শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরে বৃষ্টির জেরে ভেঙে পড়ল ছাদের একাংশ। তাতেই মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন কমপক্ষে আটজন।

author-image
IE Bangla Web Desk
New Update
airport roof collapse

শুক্রবার ভোরে ট্যাক্সিসহ গাড়ির ছাদ পড়ে যায়।

Delhi Airport: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরে বৃষ্টির জেরে ভেঙে পড়ল ছাদের একাংশ। তাতেই মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন কমপক্ষে আটজন।

Advertisment

প্রবল বৃষ্টির জেরে শুক্রবার ভোরে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে বেশ কয়েকটি গাড়ির ওপর পড়ায় ঘটে গিয়েছে বড়সড় দুর্ঘটনা।

দুর্ঘটনায় এখন পর্যন্ত যা খবর, তাতে জানা গিয়েছে আট থেকে নয়জন আহত এবং একজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকেই চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে সিআইএসএফ, দিল্লি পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শুরু করেছে উদ্ধারকাজ।

দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ আইজিআই বিমানবন্দরের টার্মিনাল ওয়ানে এই দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৫টা নাগাদ দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ ধসে পড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও দমকল বাহিনী।

আরও পড়ুন : < Bardhaman Municipality: ‘অনৈতিক কাজ রুখলেই কেউটের ছোবল’, তৃণমূল পুরপ্রধানের বক্তব্যে চূড়ান্ত শোরগোল, অস্বস্তিতে শাসকদল >

আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে যানবাহনের নীচে আটকে পড়া মানুষকে উদ্ধার করা হয়েছে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত উড়ান বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : < India Book of Records: ‘নজিরবিহীন সাফল্য’ বঙ্গ তনয়ার!তাক লাগানো প্রতিভায় ছিনিয়ে নিলেন ‘শ্রেষ্ঠত্বের মুকুট’ >

এদিকে ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। তিনি সোশ্যাল মিডিয়ায় এক্স-এ এক ট্যুইট বার্তায় লিখেছেন, "আমি ব্যক্তিগতভাবে দিল্লি বিমানবন্দরে ছাদ ভেঙে পোড়ার ঘটনা পর্যবেক্ষণ করছি। সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য এয়ারলাইন্স সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে, আহতদের উদ্ধার করা হয়েছে। উদ্ধারঅভিযান এখনও জারি রয়েছে ।"

Delhi Airport
Advertisment