Advertisment

চিনা টেক জায়ান্টের সঙ্গে BSNL-এর ৫০০ কোটির চুক্তি! গালওয়ান বিরোধের পরও তা অটুট?

টেন্ডারটি দেওয়া হয় ২০২০ সালের প্রথম দিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Galwan, Galwan Valley clash, India China Galwan Faceoff, BSNL, BSNL network, Bharat Sanchar Nigam LTD, Indian Express, India news, current affairs

গালওয়ান সংঘর্ষ নাড়িয়ে দেয় ভারত-চিন সম্পর্ককে। গালওয়ান দ্বন্দ্ব প্রভাবিত করেছে ভারত-চিন বানিজ্যলেও। কেন্দ্রীয় সরকার BSNL এবং MTNL-কে তার 4G নেটওয়ার্ক চালু করতে চিনা সরঞ্জাম ব্যবহা্রে নিষেধাজ্ঞা আরোপ করে। এর ঠিক মাত্র কয়েক মাস আগে বিএসএনএল চিনা কোম্পানির সঙ্গে ৫০০ কোটি টাকার চুক্তি করে। জানা গিয়েছে চিনের হোয়েল ক্লাউড টেকনোলজিকে ৫০০ কোটি টাকার টেন্ডার দেওয়া হয়েছিল বিএসএনএল ডেটা রেকর্ডের ভিত্তিতে একটি বিলিং সিস্টেমে বেশ কিছু রদবদল আনার জন্য। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে চিনা সংস্থার কাজে এই কাজের বরাদ্দ দেওয়া হয়। টেন্ডারটি দেওয়া হয় ২০২০ সালের প্রথম দিকে।

Advertisment

২০২০ সালের জুনে ভারত-চিন সংঘাত চরমে ওঠে। দ্বন্দ্বের কয়েক মাস আগে, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম অপারেটর সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) চিনা টেক জায়ান্ট-এর সঙ্গে বিএসএনএল-এর কল ডেটা রেকর্ড-এর নয়া সিস্টেমের জন্য ৫০০ কোটির টেন্ডার দেয়। ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে ভারত-চিন সীমান্ত বিরোধ সত্ত্বেও, বিএসএনএল শেষ অবধি চিনা সংস্থার সঙ্গে তার চ্যুক্তি অটুট রেখেছে। হোয়েল ক্লাউড প্রাথমিকভাবে ZTE-এর একটি সহযোগী সংস্থা ছিল। এবং ২০১৮ সালে, এটি আরেকটি চিনা সংস্থা, Alibaba-র একটি অংশ হয়ে উঠেছে।

এই বিষয়ে এক কর্মকর্তা জানিয়েছেন, ‘TCIL-কে BSNL কল ডেটা রেকর্ডের উপর ভিত্তি করে একটি বিলিং সিস্টেম তৈরি করার জন্য একটি টেন্ডার দেয়। হোয়েল ক্লাউড কাজটি সাবকন্ট্রাক্ট হিসাবে করছে’। টেলিকমিউনিকেশন মন্ত্রকের এক কর্তা বলেছেন, “চিনের সঙ্গে সংঘর্ষের আগে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চিনা সংস্থার যে কাজটি করেছে তা হল একটি বিলিং সমস্যা সংক্রান্ত সমাধান তৈরির জন্য একটি সফটওয়্যার এই বিষয়টিকে আমরা সংবেদনশীল মনে করি না, "।  

১৫ জুন, লাদাখের গাললওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনায় ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিল। অচলাবস্থার পরে, কেন্দ্রীয় সরকার BSNL এবং MTNL-কে তার 4G নেটওয়ার্ক চালু করতে চিনা সরঞ্জাম ব্যবহা্রে নিষেধাজ্ঞা আরোপ করে। ২০২১ সালের জুনে, কেন্দ্রীয় সরকার 'বিশ্বস্ত টেলিকম পোর্টাল' চালু করেছে এবং টেলিকম সেক্টরে জাতীয় নিরাপত্তা নির্দেশিকা (NSDTS) বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছে।গত বছরের 5G স্পেকট্রাম নিলামের পরে, রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের মতো অপারেটরগুলি চিনা জায়ান্ট হুয়াওয়ে এবং জেডটিই বাদ দিয়ে এরিকসন এবং স্যামসাং-এর মত সংস্থাগুলির সঙ্গে চুক্তি করেছে৷

bsnl
Advertisment