scorecardresearch

‘পদ্ম পুরস্কারের’ তালিকায় রয়েছে চমক, প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে সুধা মূর্তি, দেখে নিন তালিকা……

কিংবদন্তী চিকিৎসক দিলীপ মহলানবিশ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছে।

Padma Shri Award,Padma Shri,Northeast States,Northeast,Republic Day 2023,Republic Day

পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা মোদী সরকারের চমক, রয়েছেন মুলায়ম সিং যাদব সহ ১০৫ জন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি ২০২৩ সালের ‘পদ্ম পুরস্কারের’ জন্য ১০৬ জনের নাম  অনুমোদন করেছেন। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ১৯ জন মহিলা। মরণোত্তর এই সম্মানের জন্য সাতজনকে বাছে নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে ছয়টি পদ্মবিভূষণ, নয়টি পদ্মভূষণ এবং ৯১টি পদ্মশ্রী পুরস্কার ।  পদ্ম পুরষ্কারগুলি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানগুলির মধ্যে একটি এবং এটি মোট তিনটি বিভাগে দেওয়া হয় – পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী।

তালিকায় বিদেশী/এনআরআই/পিআইও/ওসিআই বিভাগের দুজন ব্যক্তিও রয়েছে। যেখানে এনআরআই মার্কিন গণিতবিদ শ্রীনিবাস বর্ধন ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত হয়েছেন এবং কানাডার সুজাতা রামাদোরাই বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে উদানের জন্য  জন্য পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন।

কিংবদন্তী চিকিৎসক দিলীপ মহলানবিশ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছে। ইতিমধ্যে কুমার মঙ্গলম বিড়লা এবং সুধা মূর্তি ‘পদ্মভূষণে ভূষিত’ হয়েছেন। আরআরআর-এর ‘নাটু নাটু’ গানের সুরকার এমএম কিরাভানি, শিল্পকলার ক্ষেত্রে পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন।

এছাড়াও এ বছর পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন তেলঙ্গানার অশীতিপর অধ্যাপক বি রামাকৃষ্ণ রেড্ডি, দক্ষিণ ভারতের প্রবীণ লোকশিল্পী মুনিভেঙ্কাটাপ্পা, নাগা সংগীতশিল্পী এবং উদ্ভাবক মোয়া সুবং যিনি একটি বিশেষ ধরণের যন্ত্র ‘বামভূম’ তৈরি করেছেন। এছাড়াও পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন জলপাইগুড়ির সারিন্দা বাদক ১০২ বছরের মঙ্গলকান্তি রায়।

পদ্মশ্রী পেয়েছেন ইস্ট খাসি হিলসের বাসিন্দা দোতারা বাদক রিসিংবর কুরকালাং। মিজো লোকসংগীত শিল্পী কে সি রুনরেমসাংগি, কর্নাটকের লোকনৃত্য শিল্পী রানি মাচাইয়া, ছত্তিশগড়ের কাঠশিল্পী অজয় কুমার মান্ডাভি, হিমাচলপ্রদেশের জৈব কৃষিকাজে বিপ্লব ঘটানো নেকরাম শর্মা, ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যাপক জানুম সিং সয়, বিহারের বস্ত্রশিল্পী কপিলদেব প্রসাদ, রাজস্থানের পিথোরা শিল্পী পরেশ রাথওয়া, গুজরাটের কলমকারি শিল্পী ভানুবাই চৈতারা,

জম্মু কাশ্মীরের সন্তুর বাদক গুলাম মহম্মদ জাজ, মহারাষ্ট্রের রঙ্গভূমি শিল্পী পরশুরাম কোমাজি খুনে, ছত্তিশগড়ের নাট্যশিল্পী দোমার সিং কুঁয়র। পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন, প্রয়াত মুলায়ম সিং যাদব (পদ্মবিভূষণ), তবলা বাদক জাকির হোসেন (পদ্মবিভূষণ), সুধা মূর্তি (পদ্মভূষণ), রবিনা টন্ডন (পদ্মশ্রী), প্রীতিকনা গোস্বামী (পদ্মশ্রী)।

এক নজরে দেখে নেওয়া যাক তালিকা

পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন: মুলায়ম সিং যাদব (মরণোত্তর), বালকৃষ্ণ দোশী (মরণোত্তর), জাকির হোসেন, এস এম কৃষ্ণ, দিলীপ মহলানবিশ (মরণোত্তর), শ্রীনিবাস বরাধন

পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন: এস এল ভৈরপ্পা, কুমার মঙ্গলম বিড়লা, দীপক ধর, বাণী জয়রাম, স্বামী চিন্না জেয়ার, সুমন কল্যাণপুর, কপিল কাপুর, সুধা মূর্তি, কমলেশ ডি প্যাটেল

পদ্মশ্রী সম্মান পেয়েছেন: সুকামা আচার্য, যোধাইয়াবাই বগা, প্রেমজিৎ বড়িয়া, উষা বার্লে, মুনীশ্বর চাঁদদাওয়ার, হেমন্ত চৌহান, ভানুভাই চিতারা, হিমোপ্রোভা চুটিয়া, নরেন্দ্র চন্দ্র দেববর্মা (মরণোত্তর), সুভদ্রা দেবী, খদ্দর বল্লী দুদেকুল, হেম চন্দ্র গোস্বামী, প্রীতিকানা গোস্বামী, রাধাচরণ গুপ্ত, মোদাদুগু বিজয় গুপ্ত, আহমেদ হুসেন ও মোহাম্মদ হুসেন (দুয়ো), দিলশাদ হোসেন, ভিকু রামজী ইদাতে, সি আই ইশাক, রতন সিং জাগ্গি, বিক্রম বাহাদুর জামাতিয়া, রামকুইওয়াংবে জেনে, রাকেশ রাধেশ্যাম ঝুনঝুনওয়ালা (মরণোত্তর), রতন চন্দ্র কর, মহিপত কবি, এম এম কিরাভানি, আরিজ খাম্বাত্তা (মরণোত্তর), পরশুরাম কোমাজি খুনে, গণেশ নাগাপ্পা কৃষ্ণরাজনগর, মাগুনি চরণ কুয়ানর, আনন্দ কুমার, অরবিন্দ কুমার, ডোমার সিং কুনভার, রাইজিংবোর কুরকালং, হীরাবাই লবি, মূলচাঁদ লোধা, রানী মাছাইয়া, অজয় কুমার মান্ডবী, প্রভাকর ভানুদাস মান্ডে,গজানন জগন্নাথ মানে, অন্তর্যামি মিশ্র, নাদোজা পিণ্ডিপাপানাহল্লি মুনিভেঙ্কটপ্পা, অধ্যাপক (ড.) মহেন্দ্র পাল, উমা শঙ্কর পান্ডে, রমেশ পারমার ও শান্তি পারমার (ডুও), নলিনী পার্থসারথি, হনুমন্ত রাও পাসুপুলেটি, রমেশ পতঙ্গে, কৃষ্ণা প্যাটেল, কে কল্যাণসুন্দরম পিল্লাই, ভি পি আপ্পুকুত্তান পডুভাল, কপিল দেব প্রসাদ,এস আর ডি প্রসাদ,, শাহ রাশেদ আহমদ কাদরী, সি ভি রাজু,বক্সী রাম, চেরুভায়াল কে রমন, সুজাতা রামদোরাই, আব্বারেডি নাগেশ্বর রাও, পরেশভাই রাথওয়া, বি রামকৃষ্ণ রেড্ডি, মঙ্গলা কান্তি রায়, কে সি রানরেমসঙ্গী, ভাদিভেল গোপাল ও মাসি সদাইয়ান (ডুও), মনোরঞ্জন সাহু, পতায়াত সাহু, ঋত্বিক সান্যাল,কোটা সচ্চিদানন্দ শাস্ত্রী,শঙ্কুরাত্রি চন্দ্র সেখর, কে শানথোইবা শর্মা, নেকরাম শর্মা, গুরচরণ সিং, লক্ষ্মণ সিং, মোহন সিং, থাউনাওজম চাওবা সিং, প্রকাশ চন্দ্র সুদ, নেহিনুও সোরহি, জনুম সিং সোয়ে ড, কুশোক থিকসে নাওয়াং চাম্বা স্তানজিন, এস সুব্বারমন, মোয়া সুবং, পালাম কল্যাণ সুন্দরম, রাভিনা রবি ট্যান্ডন, বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি, ধনীরাম টোটো, তুলা রাম উপ্রেতি, গোপালসামি ভেলুচামি, ঈশ্বর চন্দর ভার্মা, কুমি নরিমান ওয়াদিয়া,কর্মা ওয়াংচু (মরণোত্তর),গোলাম মুহাম্মদ জাজ।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Posthumous padma vibhushan for mulayam singh yadav ors pioneer dilip mahalanabis