Advertisment

মুসলিম চালকদের প্রবেশে বাধা, সংকটের মুখে পোলট্রি শিল্প

বাজারে মুরগি নিয়ে যাওয়ার জন্য গ্রামে গাড়ি ঢুকতে দিচ্ছেন না মুরগি চাষীরা। বিশেষত, মুসলিম চালকদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
covid-19, কোভিড ১৯, করোনা, করোনভাইরাস, covid-19 india, covid-19 india outbreak, covid-19 pune, covid-19 pune outbreak, covid-19 pune lockdown, লকডাউন, covid-19 poultry sales, covid-19 poultry, poultry farmers, covid-19 poultry farmers, pune poultry farmers, পুনে, পুণে, পোলট্রি ফার্মে, নাসিক, মুরগি ব্য়বসা, মুরগি চাষ, tablighi jamaat, tablighi jamaat pune, nashik, covid-19 nashik, nashik poultry farms, ahmednagar, ahmednagar poultry farms, covid-19 ahmednagar, indapur, indapur covid-19, indapur poultry farms, junnar, junnar covid-19, junnar poultry farms, venkateshwara hatcheries limited, pune news, indian express news

প্রতীকী ছবি।

করোনা গুজবে এক মাস আগে থেকেই মুরগি বিক্রি লোকসানের মুখ দেখেছে। করোনা আতঙ্কে মুরগির মাংসের চাহিদা রাতারাতি কমেছে। এ অবস্থায় পোলট্রি ফার্মে দেখা দিয়েছে নয়া সংকট। বাজারে মুরগি নিয়ে যাওয়ার জন্য় গ্রামে গাড়ি ঢুকতে দিচ্ছেন না মুরগি চাষীরা। বিশেষত, মুসলিম চালকদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। এর জেরে বাজারে মুরগি সরবরাহ ব্য়াহত হচ্ছে। পুণেতে এমন ছবিই ধরা পড়েছে।

Advertisment

জানা যাচ্ছে, দিল্লিতে নিজামুদ্দিনে তবলিঘি জামাতের জমায়েতের খবরে নয়া আতঙ্ক গ্রাস করেছে মুরগী চাষীদের মনে। তবলিঘি জামাতে যোগদানকারীদের শরীরে করোনা সংক্রমণের হদিশ মিলেছে। আর এ খবর জানার পরেই মুরগি চাষীরা 'অতি সাবধানী' হয়ে গাড়ি চালকদের বাধা দিচ্ছেন বলে খবর। পোলট্রি ফার্ম সূত্রে জানা গিয়েছে, তবলিঘি জামাতের খবর প্রকাশ্য়ে আসার পরই চালকদের বাধা দিচ্ছেন মুরগি চাষীরা। বিশেষত, মুসলিম চালকদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নাসিক, আহমেদনগরের মতো জেলায় এ ধরনের ঘটনা ঘটছে বলে খবর।

আরও পড়ুন: দেশে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ভাবছে সরকার

উল্লেখ্য়, নিজামুদ্দিনে তবলিঘি জামাতের ধর্মীয় জমায়েতে যাঁরা যোগ দিয়েছিলেন, তাঁদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় উদ্বেগ বেড়েছে সরকারের। দেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষ এই ধর্মীয় জমায়েতে অংশ নিয়েছিলেন। পুণে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কারা কারা ওই ধর্মীয় জমায়েতে গিয়েছিলেন, তাঁদের খুঁজে বের করার কাজ চলছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment