Advertisment

দিল্লিতে অভিষেকের বাড়িতে নিভল আলো, অন্ধকারেই কাটল মমতার

রাজধানীতে পৌঁছে বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata banerjees secucrity gurds gun stolen from train

অসম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। ট্রেনেই এক নিরাপত্তারক্ষীর ব্যাগ খোয়া যায়।

দুদিনের সফরে সোমবার বিকেলে দিল্লিতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে এলে ১৮৩ নম্বর, সাউথ অ্যাভিনিউয়ের ঠিকানায় ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ থাকাকালীন দিল্লিতে এটিই ছিল মমতার বাসভবন। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন এখানে। কিন্তু বাড়িতে এসে বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ অন্ধকারেই থাকতে হল মমতাকে।

Advertisment

সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ দিল্লি এয়ারপোর্টে নেমে সোজা সাউথ অ্যাভিনিউয়ে চলে আসেন মমতা। পৌনে সাতটা নাগাদ আলো নিভে যায় বাড়ির। এই পাড়াতে একাধিক সাংসদের বাসভবন। গোটা এলাকাই নিষ্প্রদীপ হয়ে পড়ে। বিদ্যুৎ দফতরে সূত্রে খবর, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এলাকা নিষ্প্রদীপ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা বাদে আলো আসে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে মূলত রাজ্যের পাওনাগণ্ডা আদায় নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে। সীমান্ত এলাকাগুলিতে বিএসএফ-এর এলাকাবৃদ্ধি করেছে কেন্দ্র। তবে মোদী সরকারের এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় বিএসএফ-এর এলাকা বৃদ্ধির বিরোধিতায় প্রস্তাব পাশ করিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিএসএফ-র এলাকাবৃদ্ধি করিয়ে রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছে কেন্দ্র, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন অবাধ ভোট হলে আগরতলায় খাতা খুলতে পারবে না বিজেপি, বিপ্লবকে কড়া চ্যালেঞ্জ অভিষেকের

এদিকে, দিল্লির প্রগতি ময়দানে ২১ নভেম্বর থেকে শুরু হয়েছে শিল্প বাণিজ্য মেলা। সেখানে থাকা বাংলার প্যাভিলিয়নেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও দিল্লিতে থাকাকালীন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর চলাকালীন অন্য দল ছেড়ে বেশ কয়েকজন নেতা তৃণমূলে যোগ দিতে পারেন। তিন দিনের সফর শেষে ২৫ তারিখ মমতার কলকাতায় ফেরার কথা রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

abhishek banerjee delhi Mamata Banerjee
Advertisment