Advertisment

মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রজ্ঞা সিং ঠাকুরকে হাজিরা থেকে অব্য়াহতি

প্রজ্ঞার আইনজীবীরা মুম্বইয়ের এক আদালতে তাঁর হাজিরায় অব্য়াহতির আবেদন করেন। তবে এদিন আদালতে  বিশেষ বিচারপতি ভিএস পাড়ালকার অনুপস্থিত থাকায় আদালতের ইন চার্জ সে আবেদন গ্রহণ করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
sadhvi pragya joins bjp

সাধ্বী প্রজ্ঞা। ফাইল ছবি

বিজেপি সাংসদ তথা মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুরকে শনিবার আদালতে হাজিরা থেকে অব্য়াহতি দিল বিশেষ আদালত।

Advertisment

প্রজ্ঞার আইনজীবীরা মুম্বইয়ের এক আদালতে তাঁর হাজিরায় অব্য়াহতির আবেদন করেন। তবে এদিন আদালতে  বিশেষ বিচারপতি ভিএস পাড়ালকার অনুপস্থিত থাকায় আদালতের ইন চার্জ সে আবেদন গ্রহণ করেন। বিষয়টি নিয়ে সোমবার শুনানি হব।

ভোপাল থেকে লোকসভা ভোটে জেতার পর গত সপ্তাহেই প্রথমবার আদালতে হাজির হন প্রজ্ঞা সিং ঠাকুর।

তবে তিনি এ সপ্তাহের সোম থেকে শুক্রবার পর্যন্ত স্বাস্থ্য়ের কারণে হাজিরা থেকে অব্য়াহতির আবেদন করেছিলেন।

গত মাসেই আদালত সপ্তাহে একদিন করে মামলায় অভিযুক্তদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে অবশ্য় বলা হয়েছিল যথাযথ কারণ দেখাতে পারলে এ থেকে ছাড় পাওয়া যাবে।

ইউএপিএ এবং ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় প্রজ্ঞা ঠাকুর ও আরও ৬জন অভিযুক্ত।

Malegaon Blast
Advertisment