আদালতে হাজিরা দিতেই হবে সাংসদ প্রজ্ঞা ঠাকুরকে

বিজেপির টিকিটে এই প্রথমবার ভোটে জিতেছেন জঙ্গি বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর। মধ্যপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংকে হারিয়ে দিয়েছেন তিনি। 

বিজেপির টিকিটে এই প্রথমবার ভোটে জিতেছেন জঙ্গি বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর। মধ্যপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংকে হারিয়ে দিয়েছেন তিনি। 

author-image
IE Bangla Web Desk
New Update
sadhvi pragya joins bjp

মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের হাজিরা থেকে নিষ্কৃতি পাওয়ার আবেদন খারিজ হয়ে গেল। ৩ থে ৭ জুন পর্যন্ত মামলায় হাজিরা থেকে রেহাই চেয়েছিলেন প্রজ্ঞা। তাঁর যুক্তি ছিল সংসদের কাজের জন্য তিনি ব্য়স্ত থাকবেন। আদালত জানিয়ে দিয়েছে ২০০৮ সালের ওই বিস্ফোরণ মামলায় সমস্ত অভিযুক্তকে এ সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে।

Advertisment

বিজেপির টিকিটে এই প্রথমবার ভোটে জিতেছেন জঙ্গি বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর। মধ্যপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংকে হারিয়ে দিয়েছেন তিনি।

এর আগে গত ২১ মে আদালতে হাজিরা থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছিল প্রজ্ঞাকে। আদালত একই সঙ্গে হাজিরা থেকে ছাড় দিয়েছিল লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত এবং সুধাকর চতুর্বেদীকে। এ মামলা বিশেষ এনআইএ আদালতে যাওয়ার পর তিনজন অভিযুক্তই তাঁদের আইনজীবীর মাধ্যমে হাজিরা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন।

Advertisment

এর আগে আদালত নির্দেশ দিয়েছিল মামলায় অভিযুক্ত সাতজনকেই সপ্তাহে একদিন করে হাজিরা দিতে হবে।

Read the Story in English

Malegaon Blast