২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুরকে আদালতে হাজিরা থেকে এসপ্তাহের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অব্যাহতি পেয়েছে লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত এবং সুধাকর চতুর্বেদীও। প্রজ্ঞা ঠাকুর এবং সুধাকর চতুর্বেদী হাজিরা থেকে অব্যাহতির জন্য কারণ হিসেবে লোকসভা নির্বাচন দেখিয়েছিলেন। পুরোহিত বলেছিলেন ব্যক্তিগত কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হোক। প্রজ্ঞা ঠাকুর ভোপাল থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চতুর্বেদী মির্জাপুর থেকে লড়ছেন নির্দল প্রার্থী হিসেবে।
সোমবার এ মামলা ওঠে এনআইএ-র বিশেষ আদালতে। তিনজন অভিযুক্তই আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্য়মে আবেদন করেন। আদালত সে আবেদন গ্রাহ্য করেছে।
প্রজ্ঞা ঠাকুর তাঁর আইনজীবী জেপি মিশ্র এবং প্রশান্ত মাগ্গুর মাধ্যমে আবেদন করেন, এক লোকসভা প্রার্থী হিসেবে তাঁর কিছু দায়িত্ব পালন করতে হবে, যার মধ্যে রয়েছে ২৩ মে ভোট গণনার দিন নিজের কেন্দ্রে এজেন্ট বাছাই করা। তিনি আবেদনে জানান, আগামী ২২ মে-র মধ্যে তাঁকে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। একই সঙ্গে প্রজ্ঞা জানিয়েছেন, ভোট গণনার দিন এবং তার পর দিনও তিনি ব্যস্ত থাকবেন, যেহেতু ভোট গণনা চলবে রাত পর্যন্ত।
মালেগওঁয়ে বিস্ফোরণ স্থল পরিদর্শন করতে যাওয়ার জন্য অভিযুক্তদের তরফ থেকে যে আবেদন জানানো হয়েছিল, তাতেও সায় দিয়েছে আদালত।
যে বিশেষ এনআইএ আদালতে অভিযুক্ত সাত জনের বিচার চলছে, গত সপ্তাহেই সেখানে নির্দেশ দেওয়া হয় সব অভিযুক্তকে সপ্তাহে অন্তত একবার করে হাজিরা দিতে হবে আদালতের সামনে। আদালত একই সঙ্গে জানিয়েছিল যথোপযুক্ত কারণ প্রদর্শন করলে হাজিরা থেকে রেহাইও দেওয়া হতে পারে।