Advertisment

শপথ নিতে গিয়ে নিজের নামের সঙ্গে গুরু নাম যোগ করলেন প্রজ্ঞা ঠাকুর

আপত্তির মধ্য়ে প্রজ্ঞা জানান এটিই তাঁর পুরো নাম এবং শপথানুষ্ঠানের ফর্মে এ নামের উল্লেখ করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Pragya Thakur

শেষ পর্যন্ত অবশ্য় নাম বাদ দিতে হয় ভোপালের সাংসদকে

সপ্তদশ লোকসভা শুরুর দিনেই বিতর্ক তুলে দিলেন মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি সাংসদ। সংসদে শপথ নেওয়ার সময়ে নিজের নামের সঙ্গে ধর্মীয় গুরুর নাম বললেন প্রজ্ঞা সিং ঠাকুর।

Advertisment

বাজেট অধিবেশনের শুরু দিন নিজের নাম সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের সঙ্গে তিনি যোগ করেন স্বামী পূর্ণ চেতনানন্দ অবধেশানন্দ গিরির নাম। সঙ্গে সঙ্গেই আপত্তি জানান বিরোধী সদস্য়রা। তাঁদের দাবি ছিল কক্ষের নিয়মবহির্ভূত কাজ করছেন প্রজ্ঞা।

আপত্তির মধ্য়ে প্রজ্ঞা জানান এটিই তাঁর পুরো নাম এবং শপথানুষ্ঠানের ফর্মে এ নামের উল্লেখ করেছেন তিনি।

এ নিয়ে বিরোধীরা শোরগোল শুরু করতেই ট্রেজারি বেঞ্চের সদস্য়রা প্রজ্ঞার পক্ষে শ্লোগান দিতে শুরু করেন।

প্রোটেম অধ্য়ক্ষ বীরেন্দ্র কুমার লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছ থেকে পুরো নাম জানতে চান এবং তিনি নির্দেশ দেন রিটার্নিং অফিসার যে নির্বাচনী শংসাপত্র দিয়েছেন, সেখানে যে নাম রয়েছে তাই গৃহীত হবে।

মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর সংস্কৃতে শপথ নেন এবং শেষ করেন ভারত মাতা কি জয় শ্লোগান দিয়ে।

এর পর বিজেপির অন্য় সাংসদরাও শপথ নেওয়ার সময়ে একই শ্লোগান দিতে থাকেন।

বিজেপির গজেন্দ্র উমারাও সিং প্য়াটেল ভারত মাতা কি জয় শ্লোগান দিয়ে শপথ শেষ করার পর আরএসপি-র এন কে প্রেমচন্দ্রন প্রোটেম স্পিকারের কাছে অনুরোধ জানান শপথ গ্রহণের নির্দিষ্টতা রক্ষা করা হোক। এর পর স্পিকার সেই মর্মে সংসদ সদস্য়দের নির্দেশও দেন।

Read the Full Story in English

Advertisment