Advertisment

Ram Mandir Inauguration: বিশ্বজুড়ে উন্মাদনা, মরিশাসের মন্দিরে জ্বলবে মাটির প্রদীপ, 'প্রাণ প্রতিষ্ঠার' সাক্ষী আইফেল টাওয়ারও

আগামীকাল রাম মন্দির উদ্বোধন। প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। ভারতের নানান প্রান্ত থেকে রাম ভক্তরা অযোধ্যায় ভিড় জমাতে শুরু করেছেন। মোদীর হাত ধরেই হতে চলেছে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। তবে রাম মন্দিরের উদ্বোধন কেবল ভারতে নয়। গোটা বিশ্বজুড়ে রীতিমত উৎসবের পরিবেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Ram mandir"," pran pratishtha"," ram mandir inauguration"," ram mandir ayodhya"," Ram mandir Mauritius"," Ram Mandir USA"," ram lalla"

আগামীকাল রাম মন্দির উদ্বোধন। প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। ভারতের নানান প্রান্ত থেকে রাম ভক্তরা অযোধ্যায় ভিড় জমাতে শুরু করেছেন। মোদীর হাত ধরেই হতে চলেছে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। তবে রাম মন্দিরের উদ্বোধন কেবল ভারতে নয়। গোটা বিশ্বজুড়ে রীতিমত উৎসবের পরিবেশ।

আগামীকাল রাম মন্দির উদ্বোধন। প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। ভারতের নানান প্রান্ত থেকে রাম ভক্তরা অযোধ্যায় ভিড় জমাতে শুরু করেছেন। মোদীর হাত ধরেই হতে চলেছে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। তবে রাম মন্দিরের উদ্বোধন কেবল ভারতে নয়। গোটা বিশ্বজুড়ে রীতিমত উৎসবের পরিবেশ।

Advertisment

গোটা বিশ্ব অধীর আগ্রহে ২২ শে জানুয়ারি, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনার ছবি ধরা পড়েছে। বিশ্বজুড়ে শুরু হয়েছে 'বড় দিনের' প্রস্তুতি।

রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানটি নিউ ইয়র্কের আইকনিক টাইমস স্কোয়ার সহ প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০০টি স্থানে সরাসরি সম্প্রচার করা হবে। প্যারিসের আইফেল টাওয়ারও 'প্রাণ প্রতিষ্টা' দিবস উপলক্ষে সেজে উঠেছে। পাশাপাশি ইভেন্টটি ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং মরিশাসে ব্যাপকভাবে সম্প্রচার করা হবে।

মরিশাসের সমস্ত মন্দিরে আগামীকাল রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে জ্বলবে মাটির প্রদীপ। পাশাপাশি 'রামায়ণ পাঠেরও ব্যবস্থা করা হয়েছে। মরিশাস সরকারও ২২ জানুয়ারি হিন্দু সরকারি কর্মকর্তাদের জন্য দুই ঘণ্টার বিশেষ ছুটির কথা ঘোষণা করেছে।

ছুটি সরকারি হাসপাতাল, প্রশ্নের মুখে সরকার: < Ayodhya Ram Mandir Inauguration: ‘রাম রাজ্যে রোগীদের জীবন বিপন্ন’, AIIMS সহ ছুটি একাধিক হাসপাতাল, প্রশ্নের মুখে মোদী >

মিডিয়া রিপোর্ট এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) অনুসারে, ৫০ টিরও বেশি দেশে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে, ৩০০ টি স্থানে অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং করা হবে, যেখানে ব্রিটেন , অস্ট্রেলিয়া, কানাডা এবং মরিশাসে সরাসরি সম্প্রচার হবে যথাক্রমে ২৫,৩০,৩০ এবং ১০০টি স্থানে।

বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক স্বামী বিজ্ঞানানন্দ, যিনি সংস্থাটির আন্তর্জাতিক বিষয়গুলি দেখাশোনা করেন, বলেছেন ভিএইচপির ৬০ টিরও বেশি দেশে সরাসরি যোগাযোগ রয়েছে৷ তিনি সেখানে হিন্দু সংগঠনগুলোকে নিয়ে কর্মসূচির পরিকল্পনা করেছেন। বিজ্ঞানানন্দ বলেছেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারা বিশ্বে, কার র‍্যালি, রথযাত্রা বা প্রভাত ফেরির আয়োজন করা হবে।

অস্ট্রেলিয়াতেও রাম মন্দির উদ্বোধন নিয়ে সেখানকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শনিবার সিডনিতে একটি কার শো'র আয়োজন করা হয়। ১০০ টিরও বেশি গাড়ি এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল, যা শত শত 'রাম ভক্তদের' আকর্ষণ করেছিল।

Ram Temple
Advertisment