প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা সংক্রমিত। অন্য চিকিৎসার জন্য এদিন তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই নমুনা পরীক্ষা হয তাঁর। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়।
টুইটে প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, 'অন্য একটি কারণে হাসপাতালে যাওয়ার পর আজ আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের সেল্ফ আইসোলেশনে থাকতে ও কোভিড-১৯ পরীক্ষার অনুরোধ জানাচ্ছি।'
প্রণব মুখোপাধ্যায়ের করোনা সংক্রমিত। এই খবর পেয়েই টুইটে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
গত কয়েক সপ্তাহ ধরে দেশের রাজনীতিবিদ থেকে বহু বিশিষ্ট মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। রাজনীতির আঙিনায় ইতিমধ্যেই সংক্রমিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কোভিড পজিটিভ পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্ৰ প্রধানও। শাহের সংস্পর্শে আসায় সেল্ফ কোয়ারিন্টিনে রয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বাবুল সুপ্রিয়, সাংসদ সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিকরা। এছাড়াও করোনা পজিটিভ কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
দেশজুড়ে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। সোমবার ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬২,০৬৪ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৩৮৬। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১,০০৭ জনের।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন