/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/pranab-1.jpg)
প্রণব মুখোপাধ্যায়
দেশের প্রাক্তন রাষ্ট্রতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, এখনও ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। শনিবার প্রণববাবুর স্বাস্থ্য বুলেটিনে এই কথা জানিয়েছে সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল। মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় অগাস্টের ১০ তারিখ ৮৪ বছর বয়সী 'ভারতরত্ন' সম্মানে ভূষিত প্রাক্তন রাষ্ট্রপতির অস্ত্রোপচার হয়। পরে নমুনা পরীক্ষায় জানা যায় যে তিনি কোভিড পজেটিভ।
সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের তরফে জানানো হয়েছে যে, 'এ দিন সকালেও দেশের প্রাক্তন রাষ্ট্রতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার গুরুত্বপূর্ণ মাপকাঠি এখনও অপরিবর্তীত রয়েছে। তাঁকে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাঁর ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে ও একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার দেখভাল করছেন।'
স্বাধীনতা দিবসের স্মৃতি তুলে ধরে এদিন টুইট করেছেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা। টুইটে তিনি লিখেছেন যে, 'ছোট বেলা থেকেই আমার বাবা ও কাকা গ্রামের পৈতৃক বাড়িতে জাতীয় পতাকা উত্তেলন করতেন। তখন থেকেই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন একবারও বাদ পড়েনি। গত বছর বাড়িতে স্বাধীনতা দিবস উদযাপনের কিছু স্মৃতি এখানে ভাগ করে নিচ্ছি। আমি নিশ্চিত আগামী বছর উনি একই কাজ করবেন। জয় হিন্দ।'
In his childhood, my dad & my uncle would hoist National Flag at our ancestral home in village. Since then, he never missed a year to hoist tri-colour on Independence Day. Sharing some memories from last years celebration at home. I’m sure he’ll do the same next year. Jai Hind ???????? pic.twitter.com/SX0CVO8lW6
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 15, 2020
শুক্রবারই প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান, “৯৬ ঘণ্টার সময় আজই শেষ হয়েছে। বাবার শারীরিক অবস্থার গুরুত্বপূর্ণ মাপকাঠি এখনও স্থিতিশীল রয়েছে। বাইরের উদ্দীপনা ও চিকিৎসায় উনি সাড়া দিচ্ছেন।” সবাইকে প্রণবের জন্য প্রার্থনা করার অনুরোধ করে অভিজিৎ বলেন, “বাবা সব সময়ে বলতেন, আমি দেশের মানুষের থেকে যতটা পেয়েছি, সেই তুলনায় খুব কমই ফিরিয়ে দিতে পেরেছি।”
এদিকে ঘরের ছেলের আরোগ্য কামনায় প্রণববাবুর গ্রাম কীর্ণাহারে হোম-যজ্ঞ চলে। জন্মাষ্টমীতে হয় মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন