এখনও গভীর কোমায় প্রণব মুখোপাধ্যায়

যদিও তিনি হিমোডায়নামিক্যালি স্থিতিশীল আছেন বলেই সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে।

যদিও তিনি হিমোডায়নামিক্যালি স্থিতিশীল আছেন বলেই সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

এখনও গভীর কোমায় আচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। যদিও তিনি হিমোডায়নামিক্যালি স্থিতিশীল আছেন বলে সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে।

Advertisment

কোনও রোগীর রক্ত সরবরাহ প্যারামিটার্স, রক্ত চাপ, হৃদযন্ত্র স্থিতিশীল ও স্বাভাবিকভাবে কাজ করলে ডাক্তারি পরিভাষায় তাকে হিমোডায়নামিক্যালি স্থিতিশীল বলে উল্লেখ করা হয়।

প্রতিনিয়ত বিশেষজ্ঞ ডাক্তারদের দল ৮৪ বছরের ভারতরত্নকে পর্যবেক্ষণে রেখেছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। ফুসফুসে সংক্রমণের সঙ্গেই বুধবার তাঁর কিডনি সংক্রান্ত মাপকাঠির সামান্য অবনতি হয় বলে জানিয়েছিল সেনা হাসপাতাল কর্তৃপক্ষ। আপাতত সেগুলোরই চিকিৎসা চলছে প্রণববাবুর।

Advertisment

গত ১০ অগস্ট দিল্লিতে আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি হন ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। হাসপাতালে ভর্তির পর পরই তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপরই গভীর কোমায় আচ্ছন্ন হয়ে পড়েন প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়ে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Pranab Mukherjee