স্বাধীনতা দিবসে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেননি, এমনটা কখনও হয়নি। কিন্তু অসুস্থ হওয়ার জেরে ছেলেবেলার সেই চিরাচরিত অভ্য়েস এবার ওলটপালট হয়ে গিয়েছে। এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়। তাই এ বছর স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হল না প্রাক্তন রাষ্ট্রপতির। আর এ নিয়ে আক্ষেপের সুরে টুইটারে আবেগঘন পোস্ট শেয়ার করলেন কন্য়া শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায়।
ঠিক কী লিখেছেন প্রণব কন্য়া?
টুইটারে শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায় লিখেছেন, ''ছেলেবেলায় আমার বাবা আর কাকা গ্রামের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতেন। তখন থেকে স্বাধীনতা দিবসে কোনওদিনও জাতীয় পতাকা উত্তোলন মিস করেননি বাবা''। এরপরই শর্মিষ্ঠা গত বছরের স্বাধীনতা দিবসের ছবি শেয়ার করে লিখেছেন, ''গত বছর বাড়িতে স্বাধীনতা দিবস উদযাপনের স্মৃতি শেয়ার করছি। আমি নিশ্চিত, বাবা পরের বছর আবার করবেন। জয়হিন্দ''।
আরও পড়ুন: প্রণব এখনও ভেন্টিলেশনে, স্থিতিশীল
ক'দিন আগে টুইটারে গত বছর প্রণব মুখোপাধ্য়ায়ের ভারতরত্ন সম্মান প্রদানের সময়ের সঙ্গে আজকের সময়ের তুলনা টেনে টুইটারে শর্মিষ্ঠা লিখেছিলেন, ''গত বছর ৮ অগাস্ট আমার জন্য অন্যতম একটা আনন্দের দিন ছিল, কারণ সে দিন আমার বাবা ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন। ঠিক তার এক বছর পর ১০ অগাস্ট তিনি সংকটজনক অবস্থায় রয়েছেন। তাঁর জন্য যেটা সবচেয়ে ভালো হয়, তাই যেন করেন ঈশ্বর। মন স্থির রেখে জীবনের আনন্দ ও দুঃখ দুটোই যেন মেনে নিতে পারি, সেই শক্তি দিতে বলছি ঈশ্বরকে। সবাই খোঁজখবর নিয়েছেন, এজন্য় ধন্যবাদ জানাই''।
এদিকে, হাসপাতালের তরফে জানানো হয়েছে, ''এ দিন সকালেও দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অপরিবর্তীত রয়েছে। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাঁর ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার দেখভাল করছেন''।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন