/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/pranab-1.jpg)
প্রণব মুখোপাধ্যায়
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। ভেন্টিলেটর সাপোর্টেই এখন রয়েছেন তিনি, শুক্রবার দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানান হয়েছে। ১০ অগাস্ট অশীতিপর প্রণবের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। পাশাপাশি তিনি করোনা ভাইরাসেও আক্রান্ত হন।
The 96 hour observation period Ends today. My father's vital parameters continues to remain stable & he is responding to external stimuli & treatment .
My father always said " I Got much more from People of India than I could Give back" . Pls Pray for him ???? #PranabMukherjee— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 14, 2020
এদিন প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কথা উল্লেখ করে টুইট করেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি লেখেন, "৯৬ ঘন্টার পর্যবেক্ষণ পর্ব শেষ হয়েছে। বাবার শারীরিক যে অন্যান্য বিষয় ছিল তা এখন স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বাবা সবসময় বলতেন ভারতের মানুষকে আমি যা দিয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আপনারা বাবার জন্য প্রার্থনা করুন।"
আরও পড়ুন: প্রণবের আরোগ্য কামনায় ৭২ ঘন্টার যজ্ঞ চলল পৈতৃক ভিটেতে
এদিকে বৃহস্পতিবারই ভারত রত্ন প্রাপক প্রণবের 'মৃত্যুর গুজব' ওড়ান ছেলে অভিজিৎ। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত হয়েছেন বলে গুজব রটে, এরপরই এদিন টুইটারে প্রণব পুত্র লেখেন, ”আমার বাবা প্রণব মুখোপাধ্যায় এখনও জীবিত এবং তাঁর অবস্থা স্থিতিশীল”। এ প্রসঙ্গে তিনি আরও লিখেছেন, ”সোশ্যাল মিডিয়ায় স্বনামধন্য সাংবাদিকরা যেভাবে ভুয়ো খবর ছড়াচ্ছেন, তাতে ভারত এখন ভুয়ো খবরের কারখানা হয়ে গিয়েছে”।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন