/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/pk-1.jpg)
প্রশান্ত কিশোর।
চরম বিপাকে প্রশান্ত কিশোর। নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট পিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল বৃহস্পতিবার। ‘বাত বিহার কি’ কর্মসূচির বিষয়বস্তু বা ভাবনা (কনটেন্ট) চুরি করার অভিযোগে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। পাটনার পাটলিপুত্র থানায় পিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, কংগ্রেসের ডেটা অ্যানালিটিক্স কো-অর্ডিনেটর শাশ্বত গৌতমের অভিযোগের ভিত্তিতে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এই এফআইআরটি দায়ের করা হয়েছে। শাশ্বতের কনটেন্ট ‘বাত বিহার কি’ কর্মসূচিতে ব্যবহার করেছেন বলে অভিযোগ পিকের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬ ধারায় পিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন স্টেশন হাউস অফিসার কমলেশ্বর প্রসাদ সিং। এ ঘটনায় তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: পিকের উপর হামলার ছক? প্রশান্ত কিশোরকে জেড ক্যাটাগরি নিরাপত্তা মমতা সরকারের!
সম্প্রতি জেডিইউ থেকে বহিষ্কার করা হয়েছে প্রশান্ত কিশোরকে। গত ১৮ ফেব্রুয়ারি ওই কর্মসূচির সূচনা করেন পিকে। বর্তমানে তৃণমূল ও আপের ভোটকুশলী হিসেবে দায়িত্বভার রয়েছে পিকের কাঁধে। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, হামলার আশঙ্কায় প্রশান্ত কিশোরকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সদ্য সমাপ্ত দিল্লি নির্বাচনে পিকের কৌশলেই বাজিমাত করেছেন অরবিন্দ কেজরিওয়াল।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন