Prayagraj Road Accident: প্রয়াগরাজ-মির্জাপুর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মহাকুম্ভে যাওয়ার সময় ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। জানা গিয়েছে একটি বোলেরো এবং বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরেই ঘটে গিয়েছে বিরাট দুর্ঘটনা।
খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। মৃতদেহগুলিকে উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বোলেরোতে থাকা সকল যাত্রীরই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তাদের সকলেরই বয়স ছিল ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
তথ্য অনুযায়ী, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। একটি বোলেরো গাড়ি এবং একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে সকলেই সকলেই ছত্তিশগড়ের কোরবা জেলার বাসিন্দা। প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।