Advertisment

গাজা উপত্যকায় স্থল হামলার প্রস্তুতি! দু’শতাধিক ইজরায়েলি সেনার মৃত্যুর হাড়কাঁপানো বদলা

ইজরায়েল লেবানন সীমান্তবর্তী শহরগুলোতে রিজার্ভ বাহিনী মোতায়েন করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel war, Hamas war, Israel Hamas war, Israel vs Hamas, Israel and Hamas, Israel news, news Israel Hamas, Hamas news, Israel Hamas Palestine, Israel Palestine, Hamas map, Israel map, Israel Hamas map, Israel and Hamas war, Israel Gaza, Israel Hamas war news, Israel Hamas war live updates, Benjamin Netanyahu, Indian Express"

গাজা উপত্যকায় স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইজরাইল।

শনিবার থেকে শুরু হওয়া ইজরায়েল-হামাস যুদ্ধ ভয়ঙ্কর রূপ নিয়েছে। ইতিমধ্যে ভারত বুধবার ইজরায়েলে আটকে থাকা ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য এক বিশেষ অভিযান  'অপারেশন অজয়' শুরু করেছে। বর্তমানে প্রায় ২০,০০০-এর কিছু বেশি ভারতীয় ইজরায়েলে রয়েছেন। এখন পর্যন্ত যুদ্ধে দুপক্ষের প্রায় প্রায় ৩,৭০০ মানুষ নিহত হয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবের ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বৈঠক করেছেন এবং হামাসকে নিশ্চিহ্ন করার ঘোষণা করেছেন।  হামাস ইজরায়েলে হামলা শুরু করার পর থেকে গাজা উপত্যকায় অন্তত ১১ জন রাষ্ট্রসংঘের কর্মী, পাশাপাশি রাষ্ট্র সংঘের স্কুলের ৩০ জন পড়ুয়া নিহত হয়েছেন।

Advertisment

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ পোস্ট করেছেন, 'আমরা আমাদের নাগরিকদের যারা ইজরায়েল থেকে ফিরতে চান তাদের ফেরানোর জন্য আমরা 'অপারেশন অজয়' শুরু করছি।' তিনি বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছেন। তিনি বলেন, 'বিশেষ চার্টার্ড ফ্লাইটসহ অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে। আমরা বিদেশে আমাদের নাগরিকদের সুরক্ষা এবং কল্যাণের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।' ভারতীয়দের প্রথম ব্যাচকে বৃহস্পতিবার একটি বিশেষ বিমানের মাধ্যমে ইজরায়েল থেকে ফিরিয়ে আনা হবে বলে আশা করা হচ্ছে। জয়শঙ্করের ঘোষণার পরপরই, ইজরায়েলে ভারতীয় দূতাবাস বলেছে যে তারা বৃহস্পতিবার বিশেষ ফ্লাইটের জন্য যারা রেজিস্টার করেছেন তাদের কাছে একটি ইমেল পাঠানো হয়েছে।

সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাস ইজরায়েলে আকস্মিক হামলার চালালে কয়েক ডজন বিদেশী নিহত, আহত ও বন্দি হয়েছেন। অনেক নিখোঁজ রয়েছেন এখনও। যুদ্ধে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ২২ জন নিহত,থাইল্যাণ্ডের ২১ জন, ফ্রান্সের  ১১ জন, নেপালের ১০ জন, আর্জেন্টিনার ৭ জন। রাশিয়ার ৪ জন ব্রিটেনের ৪ জন,  কানাডার ৩জন, চিলির ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ।

ইসরায়েলে মৃতের সংখ্যা ১৩০০ ছুঁয়েছে; মোট মৃতের সংখ্যা এখন ৪হাজার ছাড়িয়েছে।  টাইমস অব ই্জরায়েল জানিয়েছে,হামাসের প্রাণঘাতী হামলায় নিহতের সংখ্যা ১৩০০ এ পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ৩৩০০ জন আহত হয়েছে, যার মধ্যে ৩৫০ জনের অবস্থা গুরুতর। গাজায় মৃতের সংখ্যাও ১২০০ ছুঁয়েছে বলে জানা গেছে। এদিকে, ইজরায়েলি সেনাবাহিনী ১৫০০ হামাস জঙ্গির মৃতদেহ উদ্ধারের দাবি করেছে, যুদ্ধে মোট মৃত্যুর সংখ্যা ৪হাজার ছাড়িয়েছে বলেই জানা গিয়েছে।  ইজরাইল লেবানন সীমান্তবর্তী শহরগুলোতে রিজার্ভ বাহিনী মোতায়েন করেছে। গাজা উপত্যকায় স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইজরাইল।

Israel-Palestine clash
Advertisment