Advertisment

ছাত্র আন্দোলনের হিড়িক, হস্টেলের দাবিতে উত্তপ্ত প্রেসিডেন্সি

১১ মাসের কাজ শেষ হয়নি ৩ বছরেও। হিন্দু হস্টেল ফিরে পেতে কার্যত উত্তপ্ত প্রেসিডেন্সি চত্তর। মেডিক্যালের পর এবার হস্টেল সমস্যায় পড়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও।

author-image
IE Bangla Web Desk
New Update
presidency Cover photo

হিন্দু হস্টেলের দাবীতে ফের উত্তপ্ত প্রেসিডেন্সি। ছবি: শশী ঘোষ

১১ মাসের কাজ শেষ হয়নি তিন বছরেও। এবার হিন্দু হস্টেল ফিরে পাওয়ার দাবীতে উত্তপ্ত হয়ে উঠেছে প্রেসিডেন্সি চত্তর।মেডিক্যালে কলেজের পর এবার হস্টেল সমস্যায় পড়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। বেশ কিছুদিন ধরেই প্রেসিডেন্সির ইডেন হিন্দু হস্টেল নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ইডেন হিন্দু হস্টেল ফিরিয়ে দেওয়ার দাবীতে শনিবার থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন ঘেরাও করেছেন ছাত্রছাত্রীরা।

Advertisment

presidency Express Photo Shashi Ghoshprecidency-8785-001 এখনও মেরামতি চলছে হিন্দু হস্টেলের। ছবি: শশী ঘোষ

ছাত্রছাত্রীদের অভিযোগ, তিন বছর আগে হিন্দু হস্টেল সারানোর অজুহাতে ১১ মাস সময় চেয়ে রাজাবাজার আবাসিকে স্থানান্তরিত করা হয়েছিল সমস্ত ছাত্রছাত্রীদের। এমনকী লিখিতভাবে পড়ুয়াদের এই বছরের ১৫ জুলাইয়ের মধ্যে হস্টেল ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন উপাচার্য অনুরাধা লোহিয়া। তবে তিন বছর কেটে গেলেও হস্টেলের কোনও উন্নতি দেখতে পাওয়া যায়নি। কিছুদিন আগে হস্টেল ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়ে ছাত্রছাত্রীরা আবেদন জানিয়েছিলেন কর্তৃপক্ষের কাছে। এতে চলতি মাসের প্রথম সপ্তাহ অবধি সময়ও চান কর্তৃপক্ষ। তাতেও কোনও উপায় না মেলায় সোমবার দুপুরে চরম বিক্ষোভের মুখে পড়েন উপাচার্য।

presidency Express Photo Shashi Ghoshprecidency-8584-003 সোমবার ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পরেন উপাচার্য। ফোটো- শশী ঘোষ

আরও পড়ুন: প্রেসিডেন্সিতে ছাত্র আন্দোলন, ফের নতিস্বীকার কর্তৃপক্ষের

জবাবে সাংবাদিক বৈঠকে উপাচার্য অনুরাধা লোধিয়া বলেন, "ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে কোন আপোস করা হবে না। হস্টেল সংস্কারের কাজ করছে পিডাব্লুডি৷ সংস্কারের পর ১৫ জুলাইয়ের মধ্যে পিডাব্লুডির হস্টেল হস্তান্তরের কথা ছিল৷ কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারেনি পূর্ত দপ্তর৷ তাই ছাত্রদের হস্টেল দেওয়া সম্ভব হচ্ছে না।" পাশাপাশি এদিন হস্টেলের কাজ শেষ করার জন্য চার-পাঁচ মাস সময়ও চেয়ে নিয়েছেন উপাচার্য।

তবে এই সাফাই মানতে নারাজ আন্দোলনকারীরা। গত চার দিন ধরে হস্টেল প্রাঙ্গনেই বালিশ বিছানা নিয়ে ধর্ণায় বসেছেন তাঁরা। স্নান, খাওয়া-দাওয়া, ঘুম সমস্তই সারছেন সেখানে। প্রাপ্য হস্টেল না মিললে এ ভাবেই আন্দোলন চলবে বলেও সাফ জানিয়েছেন তাঁরা। তবে চারিদিকে একের পর এক ছাত্র আন্দোলনের হিড়িকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সাম্প্রতিক শিক্ষার বাতাবরণ নিয়ে।

Education
Advertisment