Advertisment

মোদীর মুকুটে নয়া পালক, মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত ভারতের প্রধানমন্ত্রী

১৯৫৩ সালে সেই দেশে রাজতন্ত্রের পতন হয়। এরপর, 'দ্য অর্ডার অব দ্য নাইল' পুরস্কার-কে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে পুনর্প্রতিষ্ঠা করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
President Abdel Fattah El-Sisi confers PM Modi with highest state honour Order of Nile , মোদীর মুকুটে নয়া পালক, মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত ভারতের প্রধানমন্ত্রী

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি ভারতীয় প্রধানমন্ত্রীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেন।

মিশর সফরের শেষ দিনে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, 'অর্ডার অব দ্য নাইল'-এ ভূষিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির প্রেসিডেন্সিয়াল প্যালেসে ভারতীয় প্রধানমন্ত্রীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেন।

Advertisment

রবিবার দুই রাষ্ট্রনেতা মোদী-ফাত্তাহ এল-সিসি মধ্যে বৈঠক হয়েছে। ওই বৈঠকেই দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে একটি মউ স্বাক্ষর করেছেন এই দুই রাষ্ট্রনেতা। তারপরই 'অর্ডার অব দ্য নাইল'-এ প্রধানমন্ত্রী মোদীকে ভূষিত করেন তিনি।

মিশরের প্রেসিডেন্টের প্রাসাদে আসার আগে, রবিবার কায়রোর বিখ্যাত আল হাকিম মসজিদ এবং হেলিওপোলিস ওয়ার মেমোরিয়ালে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মোদী। আল হাকিম মসজিদে অন্তত আধঘণ্টা সময় কাটান প্রধানমন্ত্রী। তারপর তিনি গিয়েছিলেন, হেলিওপলিস ওয়ার মেমোরিয়ালে। সেখানে, প্রথম বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

রাজতন্ত্রের আওতাধীন মিশরে ১৯১৫ সালে 'দ্য অর্ডার অব দ্য নাইল' পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। তখন এটি ছিল সামপরিক সম্মান। ১৯৫৩ সালে সেই দেশে রাজতন্ত্রের পতন হয়। এরপর, 'দ্য অর্ডার অব দ্য নাইল' পুরস্কার-কে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে পুনর্প্রতিষ্ঠা করা হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ, প্রথম মহাকাশচারী নভোশ্চর ইউরি গ্যাগারিন, বাংলাদেশি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সৌদি বাদশা, সৌদ বিন আব্দুলাজিজ আর সৌদ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদরে এই সম্মানে ভূষিত করা হয়েছে।

narendra modi modi Egypt
Advertisment