কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তকে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। বিচারপতি দীপঙ্কর দত্তকে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, এই মর্মে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র সরকার। উল্লেখ্য়, কলকাতা হাইকোর্টের শীর্ষ স্থানীয় বিচারপতিদের মধ্য়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিচারপতি দত্ত।
প্রসঙ্গত, অল্প সময়ের জন্য় বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়ুক্ত করা হয়েছিল ভূষণ পি ধর্মাধিকারীকে। গত ২০ মার্চ তিনি শপথগ্রহণ করেন। আগামী ২৭ এপ্রিল তাঁর অবসরগ্রহণ করার কথা।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় আরও ৩ কোটি ডলার অনুদান চিনের
গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি ধর্মাধিকারী বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। প্রায় ১৬ বছর ধরে বম্বে হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজ করেছেন তিনি। আগামী ২৮ এপ্রিল ৬২ বছর বয়সে তিনি অবসর গ্রহণ করবেন।
১৯৬৫ সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ১৯৮৯ সালে কলকাতা বিশ্ববিদ্য়ালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে তিনি প্র্য়াক্টিস করতেন। ২০০৬ সালের ২২ জুন থেকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে কাজ করছিলেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন