scorecardresearch

রাষ্ট্রপতির বেনজির কীর্তি, দ্রৌপদী মুর্মুকে নিয়ে মাঝ আকাশে কসরৎ যুদ্ধবিমানের!

এর আগে রাষ্ট্রতি থাকাকালীন ২০০৯ সালে প্রতিভা পাতিল যুদ্ধবিমানে চড়েছিলেন।

President Droupadi Murmu takes sortie on Sukhoi 30 MKI fighter aircraft , বেনজির কীর্তি রাষ্ট্রপতির, দ্রৌপদী মুর্মুকে নিয়ে মাঝ আকাশে কসরৎ যুদ্ধবিমানের!
সুখোইয়ের ককপিটে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। ছবি- এএনআই

যুদ্ধ বিমানের ককপিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে নিয়ে মাঝ আকাশে কসরৎ দেখাল Sukhoi 30 MKI ফাইটার জেট। দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে যুদ্ধবিমানের ককপিটে বসলেন তিনি।

শনিবার সকালেই অসমের তেজপুর বায়ু সেনা ঘাঁটিতে যান রাষ্ট্রপতি মুর্মু। সেখানে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। এর পরই Sukhoi-র ককপিটে বসতে ফাইটার পাইলটদের পোশাক পরেন রাষ্ট্রপতি।

সকাল সাড়ে ১০টার কিছু পরে দ্রৌপদী মুর্মুকে নিয়ে আকাশে উড়ে যায় বায়ুসেনার ওই যুদ্ধবিমান। এদিন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন মহিলা ফাইটার পাইলটরাও।

অসম সফরে এসে যুদ্ধ বিমানের ককপিটে সওয়ার হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের সাংবিধানিক প্রধানকে নিয়ে মাঝ আকাশে কসরৎ দেখাল সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমান। শনিবার অসমের তেজপুরে বায়ুসেনার ঘাঁটি থেকে যুদ্ধবিমানে সওয়ার হন।

রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন যুদ্ধবিমানের মহিলা পাইলটরাও।

সুখোই ৩০ এমকেআই হল একটি টুইন-সিটার মাল্টিরোল ফাইটার জেট যা রাশিয়া তৈরি হয়েছে। ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) এর লাইসেন্সের আওতাধীন।

উল্লেখ্য, ভারতীয় নিরাপত্তায় নিয়োজিত তিন বাহিনীরই প্রধান।

এর আগে রাষ্ট্রতি থাকাকালীন ২০০৯ সালে প্রতিভা পাতিল যুদ্ধবিমানের ককপিটে সওয়ার হয়েছিলেন।

৭ই এপ্রিল (শুক্রবার), রাষ্ট্রপতি মুর্মু কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে এ বছরের গজ উৎসবের সূচনা করেন এবং গুয়াহাটিতে গুয়াহাটি হাইকোর্টের ৭৫ বছর উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: President droupadi murmu takes sortie on sukhoi 30 mki fighter aircraft