Ramnath Goenka Awards : এমার্জেন্সিতেও মাথা নোয়ায়নি 'ইন্ডিয়ান এক্সপ্রেস', রামনাথ গোয়েঙ্কা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাহবা রাষ্ট্রপতির

Ramnath Goenka Awards 2023 : অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, অবাধ ও সুস্থ গণতন্ত্রের জন্য সুষ্ঠু সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Ramnath Goenka Awards 2023 : অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, অবাধ ও সুস্থ গণতন্ত্রের জন্য সুষ্ঠু সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Ramnath Goenka Awards

এমার্জেন্সিতেও মাথা নোয়ায়নি 'ইন্ডিয়ান এক্সপ্রেস', রামনাথ গোয়েঙ্কা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাহবা রাষ্ট্রপতির

Ramnath Goenka Awards : জরুরি অবস্থার সময়েও নির্ভীক সাংবাদিকতার পরিচয় দিয়েছে 'ইন্ডিয়ান এক্সপ্রেস'। রামনাথ গোয়েঙ্কা পুরস্কার প্রদান অনুষ্ঠানে সংবাদ পত্রকে বাহবা রাষ্ট্রপতির।

Advertisment

রামনাথ গোয়েঙ্কা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে এভাবেই ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে 'ইন্ডিয়ান এক্সপ্রেসের' অবদানের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি তাঁর ভাষণে বলেন,  'ইন্ডিয়ান এক্সপ্রেস 'ব্ল্যাঙ্ক এডিটোরিয়ালের' মাধ্যমে রেখে জরুরি অবস্থার বিরোধিতা করেছিল'। 

দিল্লির ওবেরয় হোটেলে রামনাথ গোয়েঙ্কা মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 'Ramnath Goenka Awards' অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকল পুরস্কার জয়ী সাংবাদিকদের হাতে 'পুরষ্কার' তুলে দেন। এরপর তিনি তাঁর ভাষণে, ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা রামনাথ গোয়েঙ্কার সাংবাদিকতার মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন। এই সময় তিনি জরুরি অবস্থার কথা উল্লেখ করে বলেন যে, '১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র সরকারের কাছে মাথা নত করেনি'।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ভাষণে 'ব্ল্যাঙ্ক এডিটোরিয়ালের' প্রসঙ্গ উল্লেখ করে বলেন যে, ইন্ডিয়ান এক্সপ্রেস 'ব্ল্যাঙ্ক এডিটোরিয়ালের' মাধ্যমে জরুরি অবস্থার বিরোধিতা করেছিল। রাষ্ট্রপতি বলেন, সংকটের সময়ে এক্সপ্রেস গ্রুপের এই পদক্ষেপ কেবল সংবাদপত্রের স্বাধীনতার লক্ষণই নয়, বরং একটি সুস্থ গণতন্ত্রের পুনর্গঠনেও বিশেষ অবদান রেখেছিল। 

Advertisment

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, অবাধ ও সুস্থ গণতন্ত্রের জন্য সুষ্ঠু সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের নাগরিকরা যদি সঠিক তথ্য না পান, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া তার গুরুত্ব হারাবে। রাষ্ট্রপতি আরও বলেন, সংবাদমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কারণ আধুনিক জাতি গঠনে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

ভুয়া সংবাদ এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে মুর্মু  বলেন, সকল নাগরিককে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে। আজকের যুগে নতুন সুযোগের পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতা সহ অনেক ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জও নিয়ে এসেছে। 

প্রতি বছর, রামনাথ গোয়েঙ্কা পুরষ্কার বিভিন্ন বিভাগে সাংবাদিকদের দেওয়া হয় যারা সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। এতে, প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের পুরষ্কারে সম্মানিত করা হয়।

Ramnath Goenka journalism award Droupadi Murmu