Advertisment

'কতটা আর সঞ্চয় করি?' নিজের করের হিসাব দিয়ে প্রশ্ন রাষ্ট্রপতি কোবিন্দের

প্রতিমাসে কত টাকা বেতন, ও কত আয়কর দেন রাষ্ট্রপতি? দেশবাসীকে করদানে উৎসাহিত করতে সেই তথ্যই জানালেন রামনাথ কোবিন্দ।

author-image
IE Bangla Web Desk
New Update
President Ram Nath Kovind pays tax amounting to Rs 2.75 lakh per month

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

প্রতিমাসে কত টাকা আয়কর দেন রাষ্ট্রপতি? দেশবাসীকে করদানে উৎসাহিত করতে সেই তথ্যই জানালেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি জানিয়েছেন প্রতি মাসে ২.৭৫ লক্ষ টাকা আয়কর দেন তিনি৷ তাঁর মাসিক বেতন ৫ লক্ষ টাকা। এই তথ্যের মাধ্যমেই তাঁর বার্তা, 'সবাই আয়কর দিন, কারণ করের টাকাতেই দেশের উন্নয়ন হয়৷'

Advertisment

আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য সোমবার তিন দিনের সফরে উত্তরপ্রদেশের কানপুরের কাছে নিজের গ্রামের বাড়িতে গিয়েছেন রাষ্ট্রপতি৷ সেখান থেকে ফেরার পথে রামনাথ কোবিন্দের জন্মস্থান পারাওঙ্খ গ্রামের কাছে ঝিনঝাক শহরে কিছুক্ষণের থামে রাষ্ট্রপতির বিশেষ ট্রেন৷ ঝিনঝাক টাউন স্টেশনেই একটি ছোট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷ সেখানেই আমজনতাকে ঠিক মতো আয়কর দানের অনুরোধ করেন রাষ্ট্রপতি৷

কী বলেছেন রাষ্ট্রপতি কোবিন্দ?

আমেক সময়ই উত্তেজনার মুহূর্তে ভাঙচুর করে বা আগুন দিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। সেই সম্পত্তি সাধারণ মানুষের করের টাকাতেই গড়ে উঠেছিল। তাই এই ধরণের কাজ করার আগে বিষয়গুলি ভেবে দেখা প্রয়োজন রয়েছে বলে জানান রাষ্ট্রপতি। তিনি বলেছেন, 'অনেক সময় কোনও একটি স্টেশনে না ট্রেন না থামায় হয়তো মানুষ রাগে ট্রেনেই আগুন ধরিয়ে দেয়৷ কিন্তু একটা ট্রেন আগুনে পুড়িয়ে দিলে কার ক্ষতি? সবাই বলবে এটা সরকারি সম্পত্তি৷ কিন্তু আসলে এটা করদাতাদের টাকায় তৈরি একটা ট্রেন৷ সবাই জানে দেশের রাষ্ট্রপতির বেতনই সরকারি কর্মীদের মধ্যে সর্বাধিক৷ কিন্তু রাষ্ট্রপতিকেও কর দিতে হয়৷ আমি মাসে ৫ লক্ষ টাকা বেতন পাই সবাই জানে৷ কিন্তু আয়কর জমা করি প্রতি মাসে ২.৭৫ লক্ষ টাকা।'

আরও পড়ুন- Punjab জয়ে দিল্লির পথেই Kejriwal! ভোট জিতলে ২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুতের প্রতিশ্রুতি

রাষ্ট্রপতির থেকে আমলারা বেশি অর্থ সঞ্চয় করতে পারেন বলেও দাবি রামনাথ কোবিন্দের। তাঁর কথায়, 'এত টাকা আয়কর দিলে আমার সঞ্চয় আর কতটা হয়? আমি যা সঞ্চয় করি, তার থেকে আমাদের আধিকারিকরা তার তুলনায় বেশি আয় করেন৷ আমি এত ব্যাখ্যা এই জন্যই দিচ্ছি কারণ এই করের টাকাতেই দেশের উন্নয়ন হয়৷'

কানপুরে জন্ম ভিটেয় গিয়ে আবেগতাড়িতও হয়ে পড়েছিলেন রামনাথ কোবিন্দ৷ হেলিকপ্টারে নিজের গ্রামে পৌঁছনোর পর হেলিপ্যাডে নেমেই হাত দিয়ে গ্রামের মাটি স্পর্শ করে প্রণাম করেন তিনি৷

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Income Tax Ramnath Kovind President of India
Advertisment