হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের পর পুড়িয়ে মারার ঘটনায় যখন উত্তাল দেশ, ঠিক এই আবহে ধর্ষণে অভিযুক্তদের উদ্দেশে কড়া বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পকসো আইনের আওতায় ধর্ষণে অভিযুক্তদের প্রাণভিক্ষার আর্জির সুযোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করলেন রাষ্ট্রপতি। এ বিষয়টি সংসদের খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
রাজস্থানের একটি অনুষ্ঠানে শুক্রবার রাষ্ট্রপতি বলেন, ‘‘নারী সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেককিছু করা হয়েছে। তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে। মেয়েদের উপর পৈশাচিক আক্রমণ দেশের বিবেককে নাড়িয়ে দেয়’’। রামনাথ কোবিন্দ আরও বলেন, ‘‘মহিলাদের সম্মান করতে শেখানোটা সব বাবা-মায়ের দায়িত্ব’’।
উল্লেখ্য, ক’দিন আগে হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের পর পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ সামনে আসে। যে ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এ ঘটনায় ৪ অভিযুক্তের কঠোর সাজার দাবিতে সরব হয় দেশের বিভিন্ন প্রান্ত। শুক্রবার ভোররাতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে ৪ অভিযুক্তের মৃত্যু হয়। এনকাউন্টারে অভিযুক্তদের মৃত্যুর ঘটনায় হায়দরাবাদ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ দেশের বিভিন্ন প্রান্ত। অন্যদিকে, হায়দরাবাদের পাশাপাশি উন্নাওয়ের এক নির্যাতিতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে গণধর্ষণে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির এহেন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের।