''করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের সক্ষমতার প্রমাণ তার টিকাদান কর্মসূচিতেই স্পষ্ট হয়েছে।'' সোমবার সংসদে বাজেট অধিবেশনের শুরুতে দেওয়া ভাষণে বলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিশ্বব্যাপী উন্নয়নের ক্ষেত্রে ভারতের সুযোগের দিকগুলি তুলে ধরেন।
আজ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু। আগামিকাল বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাষ্ট্রপতির ভাষণের আধঘণ্টা পরেই লোকসভার অধিবেশন শুরু হয়।
চলতি বাজেট অধিবেশন ৮ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। অধিবেশনের প্রথম পর্যায়টি আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ১২ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত অধিবেশনে বিরতি থাকবে। এই সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ অর্থ নিয়ে পর্যালোচনা করবে স্ট্যান্ডিং কমিটি।
আরও পড়ুন- ‘ফোনে পেগাসাস ব্যবহারের প্রমাণ মিলেছে’, সুপ্রিম কোর্টে জানালেন সাইবার বিশেষজ্ঞরা
এদিন বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ''টিকাদান কর্মসূচির মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সক্ষমতার প্রমাণ মিলেছে। এক বছরেরও কম সময়ের মধ্যে আমরা ১৫০ কোটিরও বেশি টিকার ডোজ দিতে পেরেছি। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ টিকাদানকারী দেশগুলির মধ্যে ভারতের জায়গা উপরের দিকে রয়েছে।''
সংসদের বাজেট অধিবেশনের আগে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ''এই অধিবেশন বিশ্বের কাছে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রদর্শন করবে। আজ বিশ্বব্যাপী পরিস্থিতিতে ভারতের জন্য অনেক সুযোগ রয়েছে। এই অধিবেশনটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, টিকাদান কর্মসূচি এবং মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন সম্পর্কে বহির্বিশ্বে আস্থা জাগিয়ে তুলবে।''
Read story in English