Advertisment

জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহার; কী রয়েছে নির্দেশে?

রাজ্যসভায় যে বিল অমিত শাহ পেশ করেছেন, তার মূল বিষয় ছিল দেশের সংবিধানের ৩৭০ ধারা তুলে দেওয়া। এই ধারার মধ্যে দিয়েই বিশেষ মর্যাদার তকমা পেত জম্মু কাশ্মীর।

author-image
IE Bangla Web Desk
New Update
How India’s sporting stars reacted to Article 370 being scrapped

৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে কী বলছেন দেশের স্পোর্টস স্টাররা?

বিগত কয়েক দিন ধরে চলা জল্পনাই সত্যি হল।  জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পথেই এগোল মোদী সরকার। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হল।

Advertisment

রাজ্যসভায় যে বিল অমিত শাহ পেশ করেছেন, তার মূল বিষয় ছিল সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়া। এই ধারার মধ্যে দিয়েই বিশেষ মর্যাদার তকমা পেত কাশ্মীর। এই বিল পেশের পরেই রাজ্যসভায় চূড়ান্ত হট্টগোল শুরু করে বিরোধীরা। সেই হট্টগোলের জন্য শাহের বিবৃতির পরেই রাজ্য়সভার অধিবেশন মুলতুবি করে দেন উপরাষ্ট্রপতি বেঙ্কইয়া নাইড়ু।

আরও পড়ুন, জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল, ১০ টি বিষয় যা আপনার জানা জরুরি

দেখে নিন কী রয়েছে ৩৭০ ধারার রাষ্ট্রপতির নির্দেশে?

publive-image রাষ্ট্রপতির নির্দেশ

৩৭০ ধারা সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল ১৯৪৯ সালের ১৭ অক্টোবর। এই ধারাবলে জম্মুকাশ্মীরকে ভারতীয় সংবিধানের আওতামুক্ত রাখা হয় (অনুচ্ছেদ ১ ব্যতিরেকে) এবং ওই রাজ্যকে নিজস্ব সংবিধানের খসড়া তৈরির অনুমতি দেওয়া হয়। এই ধারা বলে ওই রাজ্যে সংসদের ক্ষমতা সীমিত। ভারতভুক্তি সহ কোনও কেন্দ্রীয় আইন বলবৎ রাখার জন্য রাজ্যের মত নিলেই চলে। কিন্তু অন্যান্য বিষয়ে রাজ্য সরকারের একমত হওয়া আবশ্যক। ১৯৪৭ সালে, ব্রিটিশ ভারতকে ভারত ও পাকিস্তানে বিভাজন করে ভারতীয় সাংবিধানিক আইন কার্যকর হওয়ার সময়কাল থেকেই ভারতভুক্তির বিষয়টি কার্যকরী হয়।

Read the full story in English

Article 370
Advertisment