সপ্তাহান্তে আরও দামি হল পেট্রোল ডিজেল। তার সঙ্গে দোসর এলপিজি গ্যাস। ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়ে দাড়িয়েছে ৮৪৯ টাকা। আশঙ্কা করা হচ্ছে বেলাগাম পেট্রোপণ্যের দাম বাড়ায়, বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।
একদফায় দাম বাড়ল ভর্তুকিহীন এলপিজি-র। ৩১ টাকা ৫০ পয়সা দাম বেড়ে ভর্তুকিহীন গ্যাসের দাম পৌছাল ৮৪৯ টাকায়। পাশাপাশি ১৬ পয়সা দাম বেড়ে লিটার পিছু পেট্রোলের দাম আজ থেকে কলকাতায় ৮১ টাকা ৮৭ পয়সা। লিটার প্রতি ৩৪ পয়সা বাড়ল ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি ডিজেল ৭৩ টাকা ৬১ পয়সা। দাম বাড়ার প্রভাব এবার ঢুকে পড়েছে রান্নাঘরেও। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও যে চড়বে তা বুঝে কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের।
আরও পড়ুন: মার্কিন ডলারের তুলনায় আরও কমল টাকার দাম
১৬ পয়সা করে দাম বেড়ে লিটার পিছু পেট্রলের দাম মুম্বইতে ৮৬ টাকা ২৫ পয়সা, দিল্লিতে ৭৮ টাকা ৮৪ পয়সা, চেন্নাইতে ৮১ টাকা ৮১ পয়সা। একইসঙ্গে ৩৬ পয়সা করে বেড়ে ডিজেলের দাম পৌছেছে মুম্বইতে ৭৫ টাকা ১২ পয়সা. দিল্লিতে ৩৪ পয়সা বেড়ে নতুন দাম হয়েছে ৭০ টাকা ৭৬ পয়সা।
৩১ অগাস্ট বলা হয়েছিল এবছরের রেকর্ড দাম ছুঁল পেট্রোপন্য। কিন্তু আবারও দাম বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড গড়ল পেট্রোল ডিজেল। এবার সঙ্গে এলপিজি গ্যাস। পর পর সাতদিনের বেড়ে যাওয়া তেলের দাম বৃদ্ধির ঘা শুকোতে না শুকোতে এক লাফে গত পাঁচ দিন ধরে অগোচরেই বাড়ছে দাম।
প্রসঙ্গত,গত কয়েকদিন ধরে রোজ পড়ছে টাকার দাম। টাকার দামের ক্রমাগত পতনে চিন্তিত দেশের অর্থনীতিবিদরা। অধিকাংশের বিশ্লেষণ বলছে, মাসের শেষে একদিনে যেমন মার্কিন ডলারের চাহিদা বাড়ছে, অন্যদিকে অপরিশোধিত তেলের দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে। স্বভাবতই ভারতের তেল পরিশোধনকারী সংস্থাকে আন্তর্জাতিক বাজার থেকে মার্কিন ডলারের বিনিময়েই কিনতে হচ্ছে তেল। টাকার দাম পড়ে যাওয়ার পেছনে রয়েছে এইসব কারণ।